গণমাধ্যমের কাছে লিপুর অনুরোধ

প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আজ নয়তো কাল, কাল নয়তো পরশু! অনেক সময়ক্ষেপণের পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫ সদস্য স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রায় ২৫ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলন শেষে ধন্যবাদ জানিয়ে উঠে যাওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে রাখেন বিশেষ এক অনুরোধ রাখেন লিপুর। তার আগে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে অবশ্য খুব বেশি আলোচনার সুযোগ ছিল না। চোটে থাকা তাসকিন আহমেদের সহ-অধিনায়ক হিসেবে দলে থাকা, পারফরম্যান্সের কারণে মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া কেড়ে নেয় মূল ফোকাস। আরও কয়েকজন খেলোয়াড়কে নিয়েও হয় টুকটাক কিছু প্রশ্ন। সেসব প্রশ্নের ব্যাখ্যা দিয়ে নিজের অনুরোধ জানান প্রধান নির্বাচক, ‘আমার একটা ছোট অনুরোধ আছে আপনাদের কাছে। দল দিলে পরে (অনেক আলোচনা হয়)। ইন জেনারেল আপনারা অনেকে বলেন, ‘এই খেলোয়াড় কেন জাতীয় দলে?’ সেটা যদি বলেন সেই জায়গায় বিকল্প কে হতে পারত সেটা জানালেও আমাদের জন্য অনেক উপকার হয়। অর্ধেক অংশ যদি না বলেন (ভালো হয়)। অমুক খেলোয়াড় বাদ কেন, নেয়া হয়নি কেন, যখন বলেন কার জায়গায় নিতাম সেই পরামর্শটাও আপনাদের কাছ থেকে চাই। পরামর্শের জন্য আমি উন্মুক্ত।’