যেকোনো দলকেই হারানো সম্ভব বিশ্বকাপে

প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নানা জল্পনা শেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দলে অফফর্মে থালা লিটন দাস কেন দলে অথবা মোহাম্মদ তানভিরও কেন এই স্কোয়াডে। সেই দলে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। এমন সব আলোচনার মাঝে আজ বিশ্বকাপের জন্য উড়াল দিচ্ছে নাজমুল হাসান শান্তর দল। দেশ ছাড়ার আগে হোম অব ক্রিকেট ক্ষেত মিরপুর শেরে বাংলায় বিশ্বকাপের অফিসিয়াল আনুষ্ঠানিক ফটোসেশন করেন সাকিব-শান্তরা। বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশন শেষে সংবাদ সম্মলনে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। যেখানে টাইগার অধিনায়কের বিশ্বাস ভালো খেলতে পারলে যে কোনো দলকেই হারানো সম্ভব।

শান্ত বলেন, ‘দলের প্রত্যেক খেলোয়াড়ই প্রত্যাশা করে আমরা ভালো ক্রিকেট খেলব। আমার মনে হয়, যদি আমরা সুন্দরভাবে ছোট ছোট পরিকল্পনা করে এগোই, তাহলে সহজ হয়। আমরা যে গ্রুপে আছি, খুব একটা সহজ ব্যাপার তা নয়। গ্রুপপর্ব যদি পার করতে পারি, তখন পরের ধাপ নিয়ে নতুন পরিকল্পনা করতে পারব। আমি বিশ্বাস করি, টি-টোয়েন্টিতে কোনো ছোট দল বড় দল হয় না। যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যে কোনো দলকেই হারানো সম্ভব।’ বিশ্বকাপের প্রস্তুতি নিতে টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো। চট্টগ্রামে আমরা প্রস্তুতি ক্যাম্প করেছি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছি। কিছু জায়গায় হয়তো আরও ভালো করার সুযোগ ছিল। টি-টোয়েন্টিতে প্রতিটি ম্যাচে ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে সবমিলিয়ে প্রস্তুতিতে আমি বেশ সন্তুষ্ট।’

সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছে ক্রিকেট মহলে। একই সঙ্গে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্যাটারদের স্টাইকরেট নিয়েও উঠেছে প্রশ্ন। এ নিয়ে টাইগার হেড মাস্টার বলেন, ‘কিছু ম্যাচে আমরা ভালো শুরু পেয়েছি। আবার কিছু ম্যাচে ভালো শুরু পাইনি। টি-টোয়েন্টি পুরো ভিন্ন খেলা।’ ‘যেকোনো কিছুই ঘটতে পারে। আর ব্যাটারদের জন্য কাজটা আরও কঠিন। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আমরা পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাব, আশাকরি সেই ম্যাচগুলোতে এই দুর্বলতা কাটিয়ে উঠবেন ওপেনাররা।’