হালান্ড কেন ‘রিল্যাক্স’ থাকতে বলেছেন

প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

গোল করার নেশা যখন আর্লিং হালান্ডকে পেয়ে বসে, তখন তাকে আটকানো যে অনেক কঠিন। ম্যানচেস্টার সিটিতে আসার পর ‘গোলমেশিন’ তকমা তার নামের পাশে স্থায়ীভাবে জুড়ে গেছে। তার গোল মানেই যেন ম্যানচেস্টার সিটির জয়। প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয় গত মৌসুমেই করে ফেলে ম্যান সিটি। পেপ গার্দিওলার দলের কাছে সংখ্যাটা চারে বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে সিটি। দুটি গোলই করেছেন হালান্ড। তাতে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল সিটি। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৬। ১৯ মে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিনে আর্সেনাল, সিটি দুই দলেরই ম্যাচ রয়েছে। ইতিহাদে সিটি খেলবে ওয়েস্ট হামের বিপক্ষে। এভারটনের বিপক্ষে আর্সেনাল খেলবে এমিরটেস স্টেডিয়ামে। শেষ ম্যাচে জিতলেই সিটির ঘরে উঠবে ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা।