ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ শেখ রাসেল হাফ ম্যারাথন

শহীদ শেখ রাসেল হাফ ম্যারাথন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আগামী ৩১ মে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হবে শহীদ শেখ রাসেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা। সাড়ে ৭ কিলোমিটারের মিনি ম্যারাথন হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে ভোর ৫টায় শুরু হয়ে এক চক্কর দিয়ে শেষ হবে। অন্যদিকে ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথনটি একই সময়ে হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে তিন চক্কর দিয়ে শেষ হবে। ম্যারাথনে অংশ নেবেন ১ হাজার দৌড়বিদ। ১৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের আর্থিক পুরস্কার, সার্টিফিকেট ও পদক দেওয়া হবে।

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার। এ সময় কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শিশির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত