নিষিদ্ধের দুই সপ্তাহের মধ্যে শাস্তি মওকুফ হয়ে গেল দুই ভলিবল খেলোয়াড় তিতাস হোসেন ও নোমান হোসেনের। ৫ বছর নিষিদ্ধ করা হলেও গত বুধবার ফেডারেশনের এক সভায় শর্তসাপেক্ষে জাতীয় দলের সঙ্গে তাদের অনুশীলন করতে বলা হয়েছে। তবে কর্তাদের তদারকিতে থাকবেন তারা। যদিও শাস্তি বলবৎ রয়েছে পারভেজ মোশাররফের। ফেডারেশনের নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি আরো জানায়, শৃঙ্খলাভঙ্গের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া এই তিন খেলোয়াড়ই বিমান বাহিনীর হয়ে খেলেন। ভলিবলের ইরানি কোচ আলীপোর আরোজিও চাইছিলেন এই তিন খেলোয়াড় যেন জাতীয় দলে ফিরে আসে। কারণ সামনেই ইন্দোনোশিয়ায় অনুষ্ঠিত হবে, এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা। তাই এই তিন অপরিহার্য খেলোয়াড় ছাড়া পরিপূর্ণতা পাবে না জাতীয় দল। যার পরিপ্রেক্ষিতে গত বুধবার নীরবে-নিভৃতে জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেন ফেডারেশনের কর্তারা। তবে এই সিদ্ধান্তের ফাইলে সভাপতির সই ছাড়া কিছু বলতে নারাজ ভলিবলের সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ অনেকেই। সবাই মুখে কুলুপ এঁটে বসেছেন। গত ২৯ এপ্রিল শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই তিন খেলোয়াড়কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি।