সুনীল ছেত্রীর অবসরে আবেগাপ্লুত জামাল

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী অবসর নিয়েছেন। একটি যুগের অবসান ঘটল। বাইচুং বুটিয়ার পর বাংলাদেশের বড় আতঙ্কের নাম ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ভারতের সুপার স্টার সুনীল ছেত্রীর অবসরের ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কারণ ময়দানী লড়াইয়ে জামাল ভূঁইয়া বেশ কয়েকবার অভিজ্ঞ ছেত্রীর মুখোমুখি হয়েছিলেন। এক দশকেরও বেশি সময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার। তার মধ্যে স্মরণীয় একটি কলকাতায় ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি। যা ১-১ গোলে ড্র হয়। বাংলাদেশের বিপক্ষে ৬ গোল করা ছেত্রী প্রতিবারই জামালের প্রতিরোধের মুখে পড়েছেন। সেই কারণেই একটু বেশি আবেগঘন হয়ে পড়েন তিনি। আগের লড়াইয়ের কিছু মুহূর্তের ছবি ফেসবুজে পোস্ট করে জামাল লিখেন, ‘আপনার সঙ্গে মহাকাব্যিক কিছু লড়াইয়ে অংশ নিয়েছি। ম্যাচ শুরুর আগে আমরা সব সময়ই আলোচনা করেছি বক্সে আপনি কতটা বুদ্ধিদীপ্ত।’ তিনি যোগ করেন, ‘আপনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। দেশের জন্য ছিলেন প্রেরণারও। খুব ইচ্ছা ছিল যদি আপনার ভারতের শেষ ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে হতো! আপনার জন্য শুভকামনা।’ ভারতের ফুটবল আইকন ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলেই বুট জোড়া তুলে রাখবেন। সেদিন যুব ভারতীতে কুয়েতের বিপক্ষে খেলবে ভারত।