মোহামেডানের হতাশার ড্র

ব্রাদার্সের বিপক্ষে ঢাকা আবাহনীর গোল উৎসব

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। রানার্সআপ ট্রফিটা এখনও কোনো দল নিশ্চিত করতে পারেনি। এক্ষেত্রে সহাবস্থানে আছে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার মাঠে নেমেছিল রানার্স হবার দৌড়ে থাকা দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তলানির দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭-১ গোলে জিতেছে ঢাকা আবাহনী। তবে মোহামেডান মাঠ ছেড়েছে হতাশার ড্র নিয়ে। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সাদা-কালোরা ৩-৩ গোলে ড্র করে রহমতগঞ্জের সঙ্গে। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনী। গোপালগঞ্জে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে ব্রাদার্সকে ৭-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন বান্দ্রাও দুটি ও মিরাজ হোসেন এক গোল করেন। গোপীবাগের দলটির হয়ে এক গোল শোধ দেন উজবেক ডিফেন্ডার নদীর মাভলনভ। এই জয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলে মোহামেডানের সঙ্গে সহাবস্থানে রয়েছে ঢাকা আবাহনী। যদিও গোলপার্থক্যে এগিয়ে সাদা-কালোরা। এদিকে ময়মনসিংহে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে রহমতগঞ্জের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ে মোহামেডান। সাদা-কালোদের হয়ে অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে দুটি ও জাফর ইকবাল ১ গোল করেন। পুরান ঢাকার হয়ে ঘানার স্যামুয়েল কন্নি দুটি ও আর্নেস্ট বোয়েটং ১ গোল শোধ দেন। এই ড্রয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীর সঙ্গে সমান ২৯ পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে টেবিলের দুইয়ে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবমস্থানে রহমতগঞ্জ। অন্যদিকে কিংস অ্যারেনাতে নাইজেরিয়ান ফরোয়ার্ড পল সেনের গোলে ১১ মিনিটে শেখ রাসেলের বিপক্ষে লিড নেয় চট্টগ্রাম আবাহনী (১-০)। ৭৩ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার গানিও আতন্দার গোলে ম্যাচে সমতা আনে রাসেল (১-১)। ম্যাচ ও শেষ হয় সমতাতেই। এই ড্রয়ে ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে শেখ রাসেল।