নিরাপদে বিশ্বকাপের দেশে টাইগাররা

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে পহেলা জুন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় সংক্ষিপ্ত সংস্করণের সর্ববৃহৎ এই টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি দুই সপ্তাহ। কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে আগেভাগেই মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছে টাইগাররা। গতকাল শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে বাংলাদেশ দলের বহনকারী বিমান। এদিন নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট শেয়ার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিমান অবতরণের আগমুহূর্তটি ভিডিও করে দেয়া হয়। ভিডিওতে দেখা যায়, টাইগারদের বহনকারী বিমানটি অবতরণ করছে। পরে দেখা যায়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, তানজিদ তামিম ও লিটন দাসরা নিজেদের লাগেজসহ বিমানবন্দর পার হচ্ছেন। এরপর টিম বাসে চড়ে যাচ্ছেন হোটেলের দিকে। এর আগে গত বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বিশ্বকাপযাত্রা শুরু করেন- শান্ত-সাকিব-মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা। বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্র যাননি ক্রিকেটাররা। প্রথমে তারা দুবাইয়ের মাটিতে পা রাখেন। এরপর সেখান আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের টাইগার স্কোয়াড। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মূলত বিশ্বকাপের আগে মার্কিন মাটির সঙ্গে মানিয়ে নিতে এবং প্রতিপক্ষের কৌশল সম্পর্কে ধারণা লাভ করতেই এই সিরিজ খেলছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ হবে আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে নবনির্মিত এই স্টেডিয়ামটির।