ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘জাকের বিশ্বকাপে বাংলাদেশের জন্য সারপ্রাইজ’

‘জাকের বিশ্বকাপে বাংলাদেশের জন্য সারপ্রাইজ’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের ওপর ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল-সবুজ স্কোয়াডে জায়গা পেয়েছেন ছয় নতুন মুখ। যারা কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি। যাদের অন্যতম উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নজর কেড়েছেন শেষ মুহূর্তে নেমে দারুণ সব ক্যামিও ইনিংস খেলে। এই তরুণ উইকেটরক্ষক ব্যাটার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য সারপ্রাইজ প্যাকেজ হবে বলে মনে করেন খোদ গুরু চন্দিকা হাথুরুসিংহে। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ভিডিও বার্তায় গতকাল শনিবার এমন মন্তব্য করেন বাংলাদেশ দলের প্রধান কোচ। ‘জাকের দলে নতুন। আমি এখন পর্যন্ত যা দেখছি তা হলো, সে শান্ত প্রকৃতির। তার চারপাশ ঘিরে প্রশান্তি কাজ করে। যখন সে আসলে চাপের পরিস্থিতিতে থাকে, তখন একজন তরুণ নতুন খেলোয়াড় হিসেবে সে নিজের প্রতি বিশ্বাস করে।’

দলীয় অনুশীলনে কঠোর পরিশ্রম করেন জাকের আলী। বিষয়টি নজর এড়ায়নি প্রধান কোচের। হাথুরুসিংহে বলেন, ‘মাঠে সে বৈচিত্র্যতা বজায় রাখতে পারে। সে সত্যিই কঠোর অনুশীলন করে। আমি মনে করি সে এই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হবে।’ বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাকের।

প্রায় ১২৮ স্ট্রাইক রেটে রান করেছেন ১৫৭টি। লিটন দাস অফফর্মে থাকায় এখন বাংলাদেশ দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক ব্যাটার জাকের। তার প্রতি দলের প্রত্যাশাও একটু বেশি থাকবে। তাইতো হাথুরুসিংহে তাকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আখ্যা দিয়েছেন। ভিডিও বার্তায় দলের ওপেনার তানজিদ হাসান তামিমের ভবিষ্যৎ অনেক বড় বলে মন্তব্য করেছেন প্রধান কোচ। তানজিদের মতো আর এক তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়কে নিয়ে কথা বলতে গিয়ে হাথুরুসিংহে জানিয়েছেন তার সবকিছুই দ্রুত এবং খেলার ধরণও আলাদা। গেল বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরিসহ দুর্দান্ত খেলে নজর কেড়েছেন তানজিদ। জিম্বাবুয়ে সিরিজে অভিষেকে ফিফটি করে প্রমাণ দেন আস্থার। জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। এই তরুণ বাহাতি ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের প্রধান কোচ। ‘তামিমকে (তানজিদ হাসান তামিম) নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমি মনে করি ব্যাটার হিসেবে তার সামনে অনেক বড় ভবিষ্যত আছে, তার খেলার জন্য অনেক সময় আছে। তানজিদ যখন ব্যাটিং করে তখন প্রধান জিনিসগুলি আলাদা করে দেখায়, অন্যদের তুলনায় তার কাছে বেশি সময় আছে। তরুণ ও দুর্দান্ত ব্যাটার, এছাড়াও সে একজন দারুণ ফিল্ডার।’

তানজিদের সদ্য অভিষেক হলেও এর আগেরবার বিপিএলে দুর্দান্ত খেলে শিরোনামে আসেন তাওহীদ। জায়গা করে নেন জাতীয় দলে। এরপর থেকেই তিনি লাল-সবুজের জার্সিতে নিয়মিত মুখ। তাওহীদের খেলার ধরন সবার থেকে আলাদা বলে মনে করেন হাথুরুসিংহে। ‘তরুণ খেলোয়াড় হিসেবে দুর্দান্ত খেলে। স্বাভাবিক ক্রিকেট থেকে তার নিজের পথ অনেকটাই আলাদা। সে খুব প্রতিভাবান, খুব দ্রুত। হৃদয়ের জন্য সবকিছুই দ্রুত, অনুভূতি, হাঁটা, কথা বলা সবকিছুই দ্রুত, আমি মনে করি সে মেধাবী টি-টোয়েন্টি প্লেয়ার।’

এদিকে অফ ফর্মে থাকা লিটন দাসকে কেন বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন প্রশ্নের ব্যাখ্যায় কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট। সে অন্যতম সেরা ফিল্ডারও। যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। সে স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায় পারে। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে।’ তাসকিনের নিবেদনের প্রশংসা করে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘তাসকিন খুব আবেগী মানুষ। সে ভালো মুডে থাকলে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায়। খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয়। সব সময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে। উন্নতির চেষ্টা করে, দারুণ চরিত্র।’

এদিকে সম্প্রতি ফর্মে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তার নেতৃত্বগুণ নিয়ে কোনো সন্দেহ নেই হাথুরুর। তিনি বলেন, ‘শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিংরুমে থাকলে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ। আমার মনে হয় তার হাতে এবার বিশ্বকাপে বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে।

আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত