ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কারাতে ফেডারেশনের অবৈধ হুমকি!

কারাতে ফেডারেশনের অবৈধ হুমকি!

দেশে কারাতে সংশ্লিষ্ট বিভিন্ন ইভেন্টের খেলা রয়েছে। কাছাকাছি খেলা হওয়ায় কারাতের রেফারি ও জাজেরা ওইসব খেলাতেও অংশ নিতে পারেন। কারাতের বেতনভুক্ত না হওয়ায় ওই সব খেলায় রেফারিং ও জাজিং করে অর্থ উপার্জন করে থাকেন। কিন্তু নিজেদের রেফারি ও জাজদের ওপর বিধিনিষেধ জারি করে অন্যদের খেলায় ব্যঘাত ঘটাতে চাইছে কারাতে ফেডারেশন।

গত ৮ ও ৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হয় রেফারি প্রশিক্ষণ। সেই পরীক্ষায় উত্তীর্ণদের সনদ দেওয়া হয়। কিন্তু তার আগে ১৬ এপ্রিল কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্যা শৈ হ্লার সইকরা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারাতে থেকে সনদ নেওয়া কোন রেফারি অন্য কোন খেলাতেই রেফারিং করতে পারবে না। অন্যথায় তাদের কারাতে ফেডারেশনে অংশ নিতে এবং ওইসব রেফারি ও জাজদের ক্লাবকে ফেডারেশনের নিবন্ধন দেওয়া হবে না। ফলে ৬ ও ৭ মে জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় অংশ নেওয়া রেফারি ও জাজেরা আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন জাজ বলেন, ‘আমরা কারাতে ফেডারেশনের বেতনভুক্ত নই। এই রেফারিং ও জাজিং কোর্স করেছি বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে অর্থ উপার্জনের জন্যই। তাই কারাতে ফেডারেশনের এমন নির্দেশনা আমাদের জন্য হুমকিস্বরূপ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত