জাতীয় মহিলা দাবা আজ

প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

১২ জন দাবাড়ুর অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় মহিলা চ্যাম্পিয়ন দাবা প্রতিযোগিতা। গত আসরের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং দেশের দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া সদ্য শেষ হওয়া বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবার শীর্ষস্থানে থাকা ৯ দাবাড়ু এবারের জাতীয় আসরে অংশ নিচ্ছেন। জাতীয় টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দাবাড়ুরা হলেন- মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, তাবাসসুম সাদিয়া শাহজাহান, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, নীলাভা চৌধুরী, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। গতকাল রোববার দাবা ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।