২০২৬ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্ব চলছে।
৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। উক্ত ম্যাচকে সামনে রেখে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গ্রুপ পর্বে এখনো বাংলাদেশের দুটি ম্যাচ বাকি রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে সেদিন রাতেই উড়াল দেবে সকারুরা। সূচি অনুযায়ী, আগামী ৪ জুন রাতে ঢাকায় নামবে তারা, ৫ জুন হালকা অনুশীলন করবে। এরপর ৬ জুন বসুন্ধরা কিংসের মাঠে ম্যাচ খেলে সেদিন রাতেই বিমান ধরবে অস্ট্রেলিয়ান ফুটবল দল। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, অস্ট্রেলিয়া দল এসে কোন হোটেলে থাকবে সেটিও আমাদের জানায়নি। কবে আসবে সেটি জানিয়েছে এবং চলে যাওয়ার তারিখ বলেছে।’
তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল কোনো সমস্যা আছে কি না সেটি বলেনি। তারা তাদের মতো করে দেখে গিয়েছে। কোনো অসন্তুষ্টি রয়েছে কিনা সেটিও তো বলেনি। শুধু জানিয়েছে ৪ জুন রাতে আসবে, ম্যাচ খেলে সেই রাতেই ঢাকায় ছাড়বে।’
বিশ্বকাপ বাছাইয়ে ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৪ খেলায় ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ হেরেছে ৭-০ গোলে।