ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এবার মালির ফুটবলারকে চায় বাংলাদেশ

এবার মালির ফুটবলারকে চায় বাংলাদেশ

ফুটবলের সুদিন ফেরাতে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়ের দিকে অনেক আগেই হাত বাড়িয়েছে বাফুফে। তাতে অকেটা সফল হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত কয়েক বছর ধরে লাল সবুজ জার্সিতে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। এরই মধ্যে তারা নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল তো এখন জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। তৃতীয় প্রবাসী খেলোয়াড় হিসেবে লাল-সবুজ জার্সিতে খেলতে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করেছেন হামজা চৌধুরী। এবার অবাংলাদেশি এক ফুটবলারকে পেতে চায় বাফুফে। যিনি বাংলাদেশের প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে খেলছেন। মালির এই ফুটবলারকেও জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজার মতো দিয়াবাতেকেও বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। বিভিন্ন গণমাধ্যমে দিয়াবাতে বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশের পর বাফুফে তাকে জাতীয় দলে খেলানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

দিয়াবাতেকে কীভাবে জাতীয় দলে খেলানো যায়, তার প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাফুফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলছেন দিয়াবাতে। নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য কোনো দেশের জাতীয় দলের হয়ে খেলতে সেই দেশে ৫ বছর থাকার শর্ত পূরণ হয়ে গেছে দিয়াবাতের। এখন দেখার বিষয়, ৫ বছরে তিনি কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন, তা জানতে ইমিগ্রেশন বিভাগে খোঁজ নিচ্ছে বাফুফে। ২০১৯ সাল থেকে মোহামেডানের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন দিয়াবাতে। এর আগে গত বছর নাইজেরিয়ার এলিটা কিংসলেকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলিয়েছে বাফুফে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত