২৫ ক্রিকেটারকে নিয়ে ফের এইচপি ক্যাম্প

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সুযোগে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ২৫ জন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে এই কার্যক্রম। গতকাল সোমবার এক বিবৃতি দিয়ে এইচপির দল ঘোষণা করে বিসিবি। আজ থেকে শুরু হবে ক্যাম্প। চলবে ১৪ জুন পর্যন্ত। ক্যাম্প শেষে থাকবে এক সপ্তাহের বিরতি। ক্রিকেটারদের জন্য বহুমুখী অনুশীলনের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে স্ট্রেন্থ ও কন্ডিশনের সঙ্গে হবে ইংরেজি ভাষা দক্ষতা উন্নতিকরণ, গণমাধ্যম নিয়ন্ত্রণ প্রশিক্ষণ, অ্যান্টি করাপশন বিষয়ক প্রশিক্ষণ, ফুড অ্যান্ড নিউট্রেশনসহ খেলার যাবতীয় আইন-কানুন শেখানো হবে। ক্যাম্প শুরুর একদিন পরই ২২ মে জাতীয় নির্বাচক প্যানেলের সঙ্গে একটি পরিচিতিমূলক প্রশিক্ষণে অংশ নেবেন স্কোয়াডে থাকা সদস্যরা। এক সপ্তাহ বিরতির পর ২১ জুন থেকে ১৮ আগস্ট পর্যন্ত বগুড়ায় নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ পরিস্থিতির প্রশিক্ষণ নেবেন স্কোয়াডে থাকা সদস্যরা। এরপর ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলবে এইচপি দল। এইচপি স্কোয়াড : মাহফুজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান, আরিফুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আইচ মোল্লা, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্ধিকি, মেহেদি হাসান, নাইম হাসান সাকিব, রুয়েল মিয়াঁ, মারুফ মৃধা, রিপন মন্ডল, আশিকুর জামান ও রোহানাত দৌলাহ বর্ষণ।