ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ খেলা হচ্ছে না লামিচানের

বিশ্বকাপ খেলা হচ্ছে না লামিচানের

ধর্ষণের অভিযোগ থেকে খালাস পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেছিলেন নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। তারকা ক্রিকেটারকে ভিসা দেয়নি কাঠমান্ডুর যুক্তরাষ্ট্র দূতাবাস। ফলে নেপালের বিশ্বকাপ দলে লেগস্পিনারের সুযোগ পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হলো। বিশ্বকাপে নেপালের প্রতিনিধিত্ব করতে না পারার শঙ্কায় ভক্তদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন লামিচানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস আবারও এমন করল, যেমন তারা ২০১৯ সালে করেছিল। অপ্রত্যাশিতভাবে, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাকে ভিসা দেয়নি। নেপাল ক্রিকেটের অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ গত ১৫ মে পাটানের উচ্চ আদালত থেকে খালাস পাওয়ার পর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন লামিচানেকে দলে অর্ন্তভুক্ত করার জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছিল। নেপালের সব খেলোয়াড় এরইমধ্যে বিশ্বকাপে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের আসর শুরু হবে। ২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হন লামিচানে। গত জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানান ২৩ বছর বয়সি তারকা। পাশাপাশি আপিলের রায় আসার আগ পর্যন্ত জেলের বাইরে থাকতে চান। আদালত তার আবেদন মেনে জেলের বাইরে থাকার অনুমতি দেন। লামিচানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৭ বছর বয়সি এক কিশোরী ভক্তের সরলতার সুযোগ নিয়ে ধর্ষণ করেছেন। গত বছরের ৮ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ সময় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) দ্বারা তৎকালীন অধিনায়ক লামিচানেকে বরখাস্ত করা হয়েছিল। সিপিএল খেলে ৬ সেপ্টেম্বর দেশে ফিরলে কাঠমান্ডু থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন। লেগ স্পিনে ভেলকি দেখিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছেন লামিচানে। আইপিএল, সিপিএল হয়ে বিশ্বের বড় বড় টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত হয়ে উঠেছেন। দেশের জার্সিতে ৫১ ওয়ানডেতে ১১২ ও ৫২ টি-টোয়েন্টিতে শিকার করেছেন ৯৮ উইকেট। নেপাল জার্সিতে ২০১৮ সালে ২৩ বছর বয়সি তারকার অভিষেক হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত