নতুন তারকার খোঁজে জুনিয়র অ্যাথলেটিকস

প্রকাশ : ২৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নতুন শাহ আলম, মাহবুব আলম, নাজমুন নাহার বিউটিদের সন্ধানে নেমেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। তারই অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলা, আট বিভাগ, শিক্ষাবোর্ড ও বিকেএসপি মিলিয়ে অংশ নেবে শ’ পাঁচেক অ্যাথলেট। অ্যাথলেট গড়ার অন্যতম কারিগর রফিক উল্লাহ আক্তার মিলনের হাত ধরে এসে একসময় ট্র্যাক মাতিয়েছেন নাজমুন নাহার বিউটি, শামসুন নাহার চুমকি, মাহফুজুর রহমান মিঠু, সুমিতা রানীরা। এবার সেই কোচের হাত ধরে এসেছে ২৮ জন। রফিক উল্লাহ আক্তারের কথায়, ‘আগের তুলনায় অ্যাথলেট বেড়েছে এবার। তবে বিউটিদের মতো তারকা পাব কি না, জানি না। কিন্তু সম্ভাবনাময় অ্যাথলেট রয়েছে।’ এবারের আসরে রেকর্ড গড়লে অ্যাথলেটিকস ফেডারেশন পদকের পাশাপাশি রেকর্ড গড়া প্রত্যেক ইভেন্টের অ্যাথলেটদের দেবে ১০ হাজার টাকা করে। এছাড়া আগস্টে শ্রীলঙ্কায় হবে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা থেকে বাছাই করা অ্যাথলেটদের পাঠানো হবে সেই চ্যাম্পিয়নশিপে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অন্যতম সেরা দুই অ্যাথলেট ইরানের এশিয়ান ইনডোরে ৪০০ মিটারে রুপা জয়ী জহির রায়হান ও হাইজাম্পে ব্রোঞ্জজয়ী মাহফুজুর রহমান থাকবেন। নতুনদের অনুপ্রাণীত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।