ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকায় শেখ হাসিনা নারী ক্রিকেট আজ

ঢাকায় শেখ হাসিনা নারী ক্রিকেট আজ

জাহানারা আক্তার, নিগার সুলতানা ও লতা মন্ডলদের খোঁজে আগেই মাঠে নেমেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। ময়মনসিংহ ও রাজশাহীর পর আজ ঢাকায় শুরু হচ্ছে শেখ হাসিনা বিভাগভিত্তিক মহিলা (অনূর্ধ্ব-১৫) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। ঢাকা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশ নেবে চার দলের ৬০ জন ক্রিকেটার। দলগুলো হলো- তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও মেঘনা। টুর্নামেন্টের উদ্বোধন করবেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এজেডএম নুরুল হক। এসব জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত