ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজমিস্ত্রি শাওনের নতুন রেকর্ড

রাজমিস্ত্রি শাওনের নতুন রেকর্ড

একসময় ফুটবল খেলত। কিন্তু কুড়িগ্রামের কোচ শফিকুল ইসলামের পীড়াপীড়িতে অ্যাথলেটিকসে চলে আসে মো. শাওন। এখনতো রেকর্ড বয়। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ১৫০০ মিটার দৌঁড়ে পাঁচ বছর আগের রেকর্ড ভেঙে ৪ মিনিট ১৪.১২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েছে কুড়িগ্রামের এই ছেলে। ২০১৮ সালে ৪ মিনিট ১৯.২০ সেকেন্ডে আগের রেকর্ডটি গড়েছিল নড়াইলের বিজয় মল্লিক। নতুন রেকর্ড গড়তে কত কষ্টই না করতে হয়েছে শাওনকে। এমনকি রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করতে হয়েছে তাকে। বাবা মোফাসসেল হক পেশায় একজন কৃষক। দিন চুক্তিতে অন্যের জমিতে চাষ করে চার ছেলে ও স্ত্রীকে নিয়েই সংসার চালান তিনি। তবে সময় বিশেষে বাবাকেও কৃষি কাজে সহযোগিতা করে শাওন। তার কথায়, ‘বাবা অনেক কষ্ট করেন। তাই উনাকে আমি সহযোগিতা করি। চার ভাইয়ের মধ্যে আমি বড়। তাই বাবাকে সহযোগিতা করতেই হয়।’ তবে সংসার চালাতে কষ্ট হয় বিধায় নিজের বাড়তি খাবারের জন্য আর বাবাকে চাপে ফেলতে চায় না শাওন। তাই শুক্রবার ও শনিবার দিনে সাড়ে তিনশ টাকা করে চুক্তিতে এলাকায় রাজমিস্ত্রির কাজ করে শাওন। সেই টাকা দিয়েই নিজের বাড়তি পুষ্টির খাবার কিনে সে। পাঁচগাছি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র শাওনের কথায়, ‘এমনিতেই সংসার চালাতে হিমশিম খেতেহয় বাবাকে। তাই আমি মাদ্রাসা বন্ধের দুই দিন শুক্র ও শনিবার নিজে রাজমিস্ত্রির কাজ করি। ওই টাকা দিয়ে অ্যাথলেটিকস অনুশীলনের পর পুষ্টিকর খাবার কিনে খাই।’ আগে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে খেলতে গিয়ে দম হারিয়ে ফেলেছিলেন। তাই ১৫০০ মিটার দৌঁড়কেই বেছে নেয় শাওন, ‘আমি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে দম পেতাম না। তাই ১৫০০ মিটারে খেলছি। এতে তৃপ্তি পাই। অনুভূতিও ভাল।’ নতুন রেকর্ড গড়ায় দশ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে শাওন। এই অর্থ দিয়ে নিজে পুষ্টিকর খাবার খেতে চায় কুড়িগ্রামের এই অ্যাথলেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত