ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যর্থতার কারণ জানা নেই সাকিবের

ব্যর্থতার কারণ জানা নেই সাকিবের

আগের পরিসংখ্যান অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনিতেই বাংলাদেশের পরফরম্যান্স খুব একটা সুখকর না। তার ওপর তারুণ্যনির্ভর একটি দল নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে টাইগাররা। মিশন শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি মুলক সিরিজে লজ্জাজনক হারের স্বাদ পেয়েছে লাল নাজমুল হোসেন শান্তর দল। হিউস্টনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার রাতে সেটিকেই ছাড়িয়ে গেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের। এতে টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরি পূর্ণ করেছে লাল-সবুজ দল। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান জানান, ব্যর্থতার কারণ জানা নেই তার। ‘আমি জানি না। আমি জানলে দলকে বলতাম, তাহলে ফলাফল অন্য রকম হতো।’ সাকিব বলেছেন, ‘হারাটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউই আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব। অবশ্যই হতাশাজনক আমাদের জন্য। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে।’

দলের মূল সমস্যাটা আসলে কোথায়? জানতে চাইলে সাকিবের কাঠখোট্টা উত্তর, ‘আমি বলতে পারব না। এটার জবাব আমার কাছে নেই।’

সাকিব মনে করেন, বিশ্বকাপের আগে তাদের সামনে সুযোগ হতাশাজনক পারফরম্যান্স কাটিয়ে ওঠার। তিনি বলেন, ‘এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য জেগে ওঠার ডাক হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি।’ যুক্তরাষ্ট্র সিরিজটি ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। সেটিই হেরে বসায় বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করবে, এ নিয়ে আশাবাদী হওয়া একটু কঠিনই।

সাকিবের মতে, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আপনাকে।’

তিনি বলেন, ‘দলগত খেলা এটি। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে সব দলের সঙ্গে। এখানে ছোট দল বড় দল নেই। গত ২ ম্যাচ এটাই প্রমাণ হয়েছে ইউএসএ’র পারফরম্যান্সে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত