বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয়

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে গিয়ে উল্টো ধাক্কা খেয়েছে বাংলাদেশ। টাইগাররা আইসিসির সহযোগী এই দেশটি যারা কিনা এবারই প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়ে বসে। ধবলধোলাই এড়নোর লক্ষ্যে লাল-সবুজের দল কাল মাঠে নেমেছিল তৃতীয় ম্যাচে। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে কাল দাপুটে জয়ই পেয়েছে নাজমুল শান্তর দল।

আগে ব্যাট করতে নেমে মোপ্সতাফিজু রহমানের বোলিং তোপে কাল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজ একাই কাল নিয়েছেন ৬ উইকেট। এরপর ব্যাট করতে নেমে দাপট দেখিয়েছেন দুই টাইগার ওপেনার। সৌম্য সরকার-তানজিদ তামিম মিলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ফলে প্রথমবারের মত ১০ উইকেটে জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

সিরিজ হারলেও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন দাপুটে জয় বিশ্বকাপে দলকে আত্মবিশ্বাস দিবে বলেই জানিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। তিনি বলেন, ‘আমরা আজ ভালোভাবে জিতেছি, সিরিজটি ভালোভাবে শেষ করেছি।এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে, আত্মবিশ্বাস দেবে। আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে এবং আশা করছি সামনে ভালো করতে পারব।’

একই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন সিরিজে ভালো ক্রিকেট না খেলতে পারার হতাশার কথাও। শান্ত বলেন, ‘সিরিজ হেরে গিয়েছি, সেজন্য অবশ্যই আমরা হতাশ। সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’