ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়

বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়

বাংলাদেশের বক্সার উৎসব আহমেদের বিজয় দিয়ে শেষ হলো বক্সিং ইভেন্ট ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০’। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এবারের আয়োজনে ইরান, ভারত, তানজানিয়া ও চীন থেকে আসা বক্সাররা লড়াই করেছেন। এক্সবিসির এই তৃতীয় বক্সিং আসরে মূল আকর্ষণ ছিল ডব্লিউবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) বেল্টের জন্য প্রথমবারের মতো কোনও বাংলাদেশি বক্সারের লড়াই। রাতের শেষ ম্যাচটিতে ডব্লিউবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট শিরোপা জিতে নেন উৎসব। সুপার ফ্লাইওয়েট বিভাগে উৎসবের বিপক্ষে ছিলেন ভারতীয় বক্সার মাজহার হুসেন। আট রাউন্ডের এই বাউটের লড়াই শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রাখে। জিতে যান উৎসব।

বাংলাদেশের বক্সার মোকসেদুল রানা প্রতিদ্বন্দ্বিতা করেন টমাস গুইলেমেটের সঙ্গে, তবে জিততে পারেননি স্বাগতিক বক্সার। মিনিমাম ওয়েট ক্যাটাগরিতে লড়াই করেন বক্সার আমরানুল ফয়সাল ও হোসেন। ছয় রাউন্ডের এই বাউটে শেষমেশ জিতে যান হোসেন। অন্যদিকে, ইরানের বক্সার মাহদি সারবাজের বিপক্ষে লড়াই করেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান বক্সার ইমন থংচয়ঙ্গা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত