লক্ষ্যে অবিচল বাংলাদেশ

আল আমিন

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক রেইডার আল-আমিন। এই জয়ে তার ব্যক্তিগত অবদানের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেলেও বললেন ম্যাচ সেরার পুরস্কারের চেয়েও দলের জয় বেশি গুরুত্বপূর্ণ যেখানে তাদের মূল লক্ষ্য হলো অপরাজিতা চ্যাম্পিয়ন হওয়া। গতকাল সোমবার মালয়েশিয়ায় বিপক্ষে ৭৩-২২ পয়েন্টের বড় জয় তুলে নিলেও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। ম্যাচ সেরা খেলোয়াড় আল-আমিন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বললেন, ‘ম্যাচসেরা হতে পেরে ভালো লাগছে। তবে আমাদের প্রধানলক্ষ্য হলো দলের জয় আর ট্রফি জিতে নেয়া। ম্যাচ সেরা হতে পারাটা মূল লক্ষ্য না বরং এ টুর্নামেন্টের ৪র্থ আসরের ট্রফি জিতে নেয়াই আমাদের মূখ্য উদ্দেশ্য।’ ‘গত তিন আসরে খেলা এই খেলোয়াড় বললেন, ‘আগের বারের তুলনায় এ আসরে বেশ শক্তিশালী কিছু দল এসেছে। এশিয়ান গেইমসে রোপ্য ও তাম্রপদক জয়ী দল দক্ষিণ কোরিয়া খেলছে এবার। জাপানের মতো ভালো দলও খেলতে এসেছে। সেই বিবেচনায় এবারের দলগুলোও ভালো, টুর্নামেন্টও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ নিজেদের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘এবার আমরা দেশিও কোচের কাছে বেশ ভালো প্রশিক্ষণ নিয়েছি। এবারের আমাদের লক্ষ্য হলো অপরাজিতা চ্যাম্পিয়ন হওয়া।’