রাজনীতি ছেড়ে যেভাবে কলকাতাকে জেতালেন গম্ভীর

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ভারতের দুটি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীর। ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিতিয়েছেন। এবার মেন্টর হিসেবে শাহরুখ খানের দলকে জেতালেন তৃতীয় আইপিএল। এজন্য রাজনৈতিক জীবন থেকে সরে এসেছিলেন গম্ভীর। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে ভোটে লড়াই করে সংসদ সদস্য হয়েছিলেন গম্ভীর। পাঁচ বছর দায়িত্ব সামলানোর পর লোকসভা ভোটের আগেই দায়িত্ব ছাড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘সম্মাননীয় দলীয় সভাপতি জেপি নড্ডাজিকে অনুরোধ করেছি, আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দিতে, যেন ক্রিকেটীয় দায়িত্ব পালনে বেশি মনোযোগ দিতে পারি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে মানুষের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। জয় হিন্দ।’

লোকসভা ভোটের ঠিক আগে কেকেআর মেন্টর হয়ে গম্ভীর অব্যাহতি চান রাজনৈতিক কর্মকাণ্ড থেকে। এরই সুফল পেল কলকাতা। মেন্টর হয়েই গম্ভীরের প্রথম সিদ্ধান্ত ছিল সুনীল নারাইনকে ওপেনার করা। সেটাই কেকেআরের সব থেকে বড় মাস্টারস্ট্রোক। ১৩ ম্যাচে ৪৮৮ রান করেছেন নারাইন। একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন। পাশাপাশি ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। এর কৃতিত্বটা গম্ভীরকেই দিলেন নারাইন, ‘আমার ওপর আস্থা রাখায় গম্ভীরকে ধন্যবাদ। তার জন্যই এই সাফল্য আমার।