ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান রিশাদ

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান রিশাদ

বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার যেন সোনার হরিণ। জাতীয় দলে তো লেগ স্পিনার নেই-ই, ঘরোয়া ক্রিকেটের ম্যাচেও তাদের উপস্থিতি নেই বললেই চলে। তবে আপাতত সাদা বলের ক্রিকেটে একটা সমাধান মিলেছে। সেই সমাধান হয়ে আসা রিশাদ হোসেন আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। বিশ্বকাপের আগে তিনি মেলে ধরেছেন স্বপ্নের ডানা। আসন্ন বিশ্বকাপে একবারে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান ২১ পেরুনো তরুণ।

গত বছর আন্তর্জাতিক অভিষেকের পর ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ। তাতে আছে ১৫ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.১৭ করে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩ ম্যাচে নেন ৪ উইকেট। একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন, তার উপর ভরসা থাকবে বিশ্বকাপেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বড় সাফল্য না থাকলেও এবার ভিন্ন কিছুর আশা রিশাদের। বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধারাবাহিকভাবে দলে থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকার প্রকাশ করছে। যেখানে আজকের পর্বে এসেছিলেন উদীয়মান তারকা রিশাদ। গতকাল সোমবার প্রকাশিত ভিডিওতে রিশাদ বলেন, ‘প্রথমে ক্রিকেট খেলা যখন শুরু করি, তখন লেগস্পিনার ছিলাম। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল আরো বড় কিছু করার। দেশের জন্য কিছু করতে হলে আমাকে তিন মাধ্যম থেকেই অবদান রাখতে হবে। আর আপনি যখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে ভালো করতে চাইবেন তখন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।’ নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘আগের থেকে ভিন্ন ফল হবে আশা করি। নামের পেছনে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি এটা দেখতে চাই যেহেতু মূলত আমি বোলার। অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূর এগিয়ে দেখতে চাই। বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হচ্ছে, এবার পারফরম্যান্স দিয়ে প্রত্যাশা পূরণের পণ করেছেন তিনি, ‘এটা (বিশ্বকাপ) সবার জন্য সারাজীবনের স্বপ্ন। বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চেষ্টা করব সামর্থ্যের সর্বোচ্চটা দিতে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত