আজ বাংলাদেশ-ইন্দোনেশিয়া মুখোমুখি

প্রতিটি ম্যাচ জিততে চাই : আব্দুল জলিল

প্রকাশ : ২৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দারুণ খেলছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ার বিরুদ্ধে টানা ম্যাচ জেতায় অনেকটাই নির্ভার স্বাগতিক দল। আজ বুধবার তৃতীয় ম্যাচ বাংলাদেশের। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই। সেভাবে পরিকল্পনা করেই মাঠে নামি। ইন্দোনেশিয়ার বিরুদ্ধেও একই পরিকল্পনা রয়েছে। জয় ভিন্ন কিছুই ভাবছি না। টানা দুই ম্যাচ জেতায় দল এখন অনেকটাই নির্ভার। এতটুকু বলতে পারি যেভাবে খেলছে দল তাতে গ্রুপসেরা হয়ে আমরা পরের রাউন্ডে যাব।’ ইন্দোনেশিয়া পুরোনো প্রতিপক্ষ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে এই দলের বিরুদ্ধে পূর্বে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ সম্পর্কে লাল-সবুজের কোচ জলিল জানান, ‘ইন্দোনেশিয়ার বিরুদ্ধে পূর্বে ম্যাচ খেললেও দলটির বিরুদ্ধে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তবে তাদের খেলা আমরা দেখেছি। আগেও দেখেছি, এবারের আসরেও তাদের ম্যাচ দেখেছি। প্রতিপক্ষ হিসেবে তারা কঠিন। শুধু ইন্দোনেশিয়াই নয়; এই টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলই আমার চোখে কঠিন। তবে প্রতিপক্ষের চেয়ে আমরা আমাদের নিজেদের খেলা নিয়েই ভাবছি।’ টানা ম্যাচ খেললেও দলে কোনো ইনজুরি সমস্যা নেই বাংলাদেশের। দলের সবাই সুস্থ আছেন নিশ্চিত করেছেন আব্দুল জলিল। এ ব্যাপারে তিনি আরো যোগ করেন, ‘দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে আমি মূল দলকে খেলেয়েছি। তবে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দেরই বেশি সুযোগ দিয়েছি। কারণ টুর্নামেন্টে আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। ইনজুরির কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাতে হয়েছে। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচেও নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামব। মালয়েশিয়ার বিরুদ্ধে দলের অন্যতম সেরা রেইডার মিজানকে সেভাবে খেলানো হয়নি। এটা পরিকল্পনার অংশ ছিল। যদি ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রয়োজন হয় খেলাব।’ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর চলছে। গেল তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। চতুর্থ আসরেও চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করছেন আব্দুল জলিল। তবে তার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে চান। চতুর্থ আসর নিয়ে লাল-সবুজদের কোচ জানান, ‘এই মুহূর্তে বিশ্ব কাবাডির দুই সেরা দল ভারত এবং ইরান ছাড়া সব সেরা দলই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিয়েছে। তাই এটা বলাই যায় আসরটি কতটা গুরুত্ববহ এবং চ্যালেঞ্জিং। দক্ষিণ কোরিয়া, জাপান, কেনিয়ার মতো দল এতে অংশ নিয়েছে। কাবাডি এমন একটি খেলা আজ যারা এক নম্বরে আছে, কাল তারা নাও থাকতে পারে। এক সময় আমরা দুই নম্বর অবস্থানে ছিলাম। এখন নেই। গেল বঙ্গবন্ধু কাপ কাবাডিতে আমরা চাইনিজ তাইপে হারিয়েছিলাম, সেই দলের কাছেই এশিয়ান গেমসে হেরে আমরা পদক খুইঁয়েছি।’ বঙ্গবন্ধু কাবাডিতে টানা দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের অধিনায়ক অভিজ্ঞ রেইডার আরদুজ্জামান মুন্সি। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে তিনি বলেন, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে জয় ভিন্ন আমরা কিছুই ভাবছি না। শুধু ইন্দোনেশিয়ার নয়; পুরো টুর্নামেন্টে সবগুলো ম্যাচই আমরা জিততে চাই। আমরা শিরোপা জিততে চাই। ভক্ত-সমর্থকদের পাশে চাই।’