ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন কোচ নিয়োগে বোর্ডকে যে পরামর্শ দিলেন গাঙ্গুলি

নতুন কোচ নিয়োগে বোর্ডকে  যে পরামর্শ দিলেন গাঙ্গুলি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই খালি হচ্ছে ভারতের প্রধান কোচের পদ, দায়িত্ব ছাড়বেন রাহুল দ্রাবিড়। সে জন্য রোহিত শর্মাদের নতুন কোচ নিয়োগ দিতে আবেদন আহ্বান করেছিল বিসিসিআই। আবেদনপত্র জমা দেয়ার সময়ও এরমধ্যেই পেরিয়ে গেছে। ভারতের নতুন কোচ কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। গুঞ্জন রয়েছে গৌতম গম্ভীরকে কোচ হিসেবে চাইছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর মধ্যেই কোচ প্রসঙ্গে পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। জানালেন, চিন্তাভাবনা করেই কোচ নিয়োগ দেওয়া উচিত। বেশ কিছুদিন ধরেই সামনে আসছে বেশকিছু নাম। রিকি পন্টিংয় থেকে শুরু করে সামনে আসছে বড় বড় নাম। কিন্তু বিদেশিরা ভারতের কোচ হতে আগ্রহী নন। তাই দেশি কোচদের ওপর চোখ বিসিসিআইয়ের। এই তালিকায় গম্ভীর ছাড়াও আসছে আশিষ নেহরা, ভিভিএস লক্ষ্মণদের নাম।

এসব জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গাঙ্গুলি লিখেছেন, ‘একজনের জীবনে কোচের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের পরামর্শ ও অক্লান্ত পরিশ্রম মাঠে ও মাঠের বাইরে যেকোনো মানুষের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে। তাই কোচ বাছাইয়ের ক্ষেত্রে চিন্তাভাবনা করে করা উচিত।’ এদিকে বিসিসিআই জানিয়েছে নতুন কোচ সাড়ে ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই সময়ে ভারত ব্যতীত অন্য কোনো দল (ফ্র্যাঞ্চাইজি) ক্রিকেটে কোনো দলের কোচিং করাতে পারবেন না। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নয়। তাই দীর্ঘমেয়াদে কেউই কোচ হতে আগ্রহ দেখাচ্ছেন না। বিসিসিআইয়ের সঙ্গে গাঙ্গুলির সম্পর্ক বেশ পুরোনো। দীর্ঘদিন ভারতের জার্সিতে খেলছেন তিনি। এরপর বিসিসিআইয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত