বাংলাদেশ-থাইল্যান্ড সেমির লড়াই আজ

প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন (এ-গ্রুপ) হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ দিনের প্রথম সেমিফাইনালে খেলতে নামবে স্বাগতিক দল। যেখানে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বের মতো সেমিফাইনালেও জয়ের ব্যাপারে দারুণ আত্মপ্রত্যয়ী বাংলাদেশের দুই কোচ সুবিমল চন্দ্র দাস ও আব্দুল জলিল। থাইল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয় ভিন্ন বিকল্প ভাবছেন না লাল-সবুজদের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর চলছে। গেল তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। সেই ধারা এবারো অব্যাহত থাকবে বিশ্বাস সুবিমল চন্দ্রের। সেমিফাইনাল ম্যাচের আগে গতকাল শনিবার দিনের পুরোটা সময় হোটেলে বিশ্রামে ছিল দল। তবে সন্ধ্যায় জিম সেশনে অংশ নেন মিজানুর, রাজিব, আরদু, আল আমিন, ইয়াসিনরা। জিমে ঘণ্টা দুই ঘাম ঝরায় বাংলাদেশ। সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচ সুবিমল চন্দ্র দাস বলেন, ‘সেমিফাইনালে নামার জন্য আমার দল প্রস্তুত আছে। থাইল্যান্ড নিঃসন্দেহে ভালো দল। তবে আমরাও সেরা প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলছি। গ্রুপপর্বের মতো এই ম্যাচেও দল নিজেদের সেরাটা দিয়ে লড়বে এবং আমরা ভালো খেলে জিতেই ফাইনালে যাব।’

বাংলাদেশের আরেক কোচ আব্দুল জলিল। থাইদের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ের নামার আগে তিনি বলেন, দলের সবাই সুস্থ আছে। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। গ্রুপপর্ব থেকেও আমাদের দল ভালো খেলছে। প্রতিপক্ষ হিসেবে থাইল্যান্ড অনেক শক্তিশালী দল্। ওরা বিদেশী কোচের অধীনে এই আসরে খেলছে। গত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ওরা তৃতীয় স্থানে। এবার তারা মরণ কামড় দিতে চাই। তবে আমরাও সতর্ক আছি। থাইল্যান্ডকে হারিয়ে দল শুধু ফাইনালেই উঠবে না; গত তিন আসরের মতো এবারো আমরাই চ্যাম্পিয়ন হবো।’

বাংলাদেশের বিরুদ্ধে বিগ ম্যাচ সামনে রেখে থাইল্যান্ডের ম্যানেজার রবীন্দ্র শেঠি বলেন, ‘আগামীকাল আমাদের জন্য বড় দিন কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে খেলব। আমরা গতবার তৃতীয় হয়েছিলাম এবং এবার আমরা পরিস্থিতির দিকে নজর দেব। বাংলাদেশ ভালো দল এবং নিজেদের ঘরে যথেষ্ট ভালো। আমরাও নিজেদের সেরাটা দিয়ে ওদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করব।’ রবীন্দ্র শেঠি আরো যোগ করেন, ‘আমাদের তিনজন খেলোয়াড়ের ছোটখাটো ইনজুরিতে আছে। সঙ্গে আমাদের প্রধান রেইডারও। এ কারণে আমরা উদ্বিগ্ন। আমি ঢাকার কাবাডি সমর্থকদের চিনি এবং তারা খুবই উৎসাহী। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং বাংলাদেশ সমর্থন উপভোগ করবে তবে আমরা ম্যাচ জিততে মাঠে নামব।’