ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

প্রথমবারের মতো ক্রিকেটের বৈশ্বিক আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। ৫৫ ম্যাচ আর ২৮ দিনের এই ক্রিকেট যজ্ঞ। ফ্লোরিডার ডালাসে প্রেইরি ভিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচটি। এতে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশ সময় গতকাল রোববার ভোর সাড়ে ৬টায় শুরু হয় এই ম্যাচ। তবে বিশ্বকাপের প্রথম এই ম্যাচের আগে আয়োজন ছিল সাদামাটা।

কোনোপ্রকার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচটি।

ইউএসএ টুডের বরাতে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও, সেখানে বড় আকারের কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখেনি আইসিসি। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ক্ষুদ্র অনুষ্ঠান চললেও তাতে খুব বেশি উৎসবের আবহও যেমন দেখা যায়নি। তেমনি সম্প্রচারকারী চ্যানেলেও সেখানকার কোনো কার্যক্রম দেখানো হয়নি। গড়পড়তা আতশবাজির উৎসব দিয়েই ডালাসের মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচ। তবে সাম্প্রতিক ঝড়ের ধাক্কা সামলে ডালাসের এই স্টেডিয়াম বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে পারছে, এটাই ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ বড় স্বস্তি। সর্বোচ্চ ২০ দেশকে নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের বিশ্বকাপে। আটলান্টিকের পাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক এই আসর। ২০ দল ৪ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে বিশ্বকাপের মূল পর্বে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত