টি-টোয়েন্টি বিশ্বকাপ
তাসকিন-মোস্তাফিজে ভিন্ন কিছুর আশায় শান্ত
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লাল সবুজের প্রতিনিধিদের প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি। সহআয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার দলের আত্মবিশ্বাস কমিয়েছে। অবশ্য আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচটি স্বাগতিকদের বিপক্ষে বিরুপ আবহাওয়ার কারণে খেলা হয়নি। সবশেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। যদিও প্রস্তুতি ম্যাচ ছিল, তবে ৬০ রানের ব্যবধানে হারের পাশাপাশি টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা আবারও ভিত নাড়িয়ে দিল। দলের টপঅর্ডার যদি বারবার ব্যর্থ হয়, তবে দল দাঁড়াবে কী করে? সৌম্য সরকার, লিটন দাস আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-দলের খাতায় ১০ রান উঠতেই সাজঘরে ফেরেন তিন টপঅর্ডার। এর মধ্যে দুজন আবার করেন শূন্য-সৌম্য আর শান্ত। পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ২৭ রান। সেখানেই আসলে ম্যাচটা শেষ। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে লড়লেও বড় হার এড়াতে পারেনি টাইগাররা। ম্যাচ শেষে যদিও বিশ্বকাপে তাসকিন-মোস্তাফিজের কল্যাণে ইতিবাচক কিছুর আশাই দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে শান্ত জানিয়েছেন পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার কথা। ভারতের ১৮২ রান তাড়ায় টাইগাররা থেমেছে মাত্র ১২২ রানে। তবে শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের বোলিং নিয়ে খুশি টাইগার অধিনায়ক, ‘শরিফুল ও রিশাদ যেভাবে ওই দুই ওভার বোলিং করেছে, সেটা নিয়ে সত্যিই খুশি। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব।’ প্রস্তুতিটা ভালো না হলেও, বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস শান্তর, ‘আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’ এদিকে, গতকালের ম্যাচটিতে বিশ্রামে ছিলেন বাংলাদেশের প্রধান দুই তারকা পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিশ্বকাপ ম্যাচে দুই তারকার একাদশে ফেরা নিয়ে শান্তর ভাষ্য, ‘তাসকিন ও মোস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দুজন যখন ফিরবে, তখন ভিন্ন কিছু হবে।’ অন্যদিকে, শান্ত যখন তাসকিন-মোস্তাফিজকে নিয়ে আশা দেখছেন, তখন চোটে কাতরাচ্ছেন শরিফুল। ভারতের বিপক্ষে বোলিংয়ের সময় ফিরতি বল বাঁচাতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি। যার কারণে তার বাঁ–হাতেই ছয়টি সেলাই লেগেছে। এতে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।