ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাফ খেলতে নেপালেই যেতে হবে সাবিনাদের

সাফ খেলতে নেপালেই যেতে হবে সাবিনাদের

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই শ্রেষ্ঠত্বের আসর কোথায় বসবে তা নিয়ে ধোঁয়াশায় ছিল ফুটবলামোদীরা। অনেক দিন ঝুলে থাকার পর অবশেষে গতকাল সোমবার সাফের কম্পিটিশন কমিটির সভায় এর নিষ্পত্তি হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭-৩০ অক্টোবর সাফ নারী চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে।

সাফ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বাফুফে। সাফও বাংলাদেশের ব্যাপারে প্রাথমিকভাবে ইতিবাচক ছিল। স্টেডিয়াম সমস্যা বাংলাদেশকে পিছিয়ে নেয়।

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার এখনো চলছেই। বাফুফে কিংস অ্যারেনা বিকল্প ভেন্যু হিসেবে উপস্থাপন করলেও সাফ নেপালের দশরথ স্টেডিয়ামকেই বেছে নিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত