ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জিতলেই সব ঠিক হয়ে যাবে : তাসকিন

জিতলেই সব ঠিক হয়ে যাবে : তাসকিন

বিশ্বকাপের আগে একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে হেরে দেশ ছেড়েছিল। পরে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ হেরে যায় তারা। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যাট, বল ও ফিল্ডিংয়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এমন অবস্থায় মানসিকভাবে কিছুটা পিছিয়েই থাকার কথা ক্রিকেটারদের। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে, এ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। যদিও তাসকিন আহমেদ যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের বলেছেন, তারা ম্যাচ জিতলেই সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, ‘হেরে একটু মোরালি ডাউন ছিলাম। কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’ তাসকিনকে নিয়েও অনেক দুশ্চিন্তা ছিল। জিম্বাবুয়ে সিরিজেই চোট পেয়েছিলেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। যদিও তাসকিন এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। প্রথম ম্যাচ থেকে খেলতে পারার আশার কথা বলছেন এই পেসারও। তিনি বলেন, ‘প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।’ তাসকিনের সুস্থতার মধ্যে বাংলাদেশের চিন্তা বাড়িয়েছে শরিফুল ইসলামের চোট। ভারতের বিপক্ষে ইনিংসের শেষ বলটি করার আগে হাতে চোট পান শরিফুল। পরে তার হাতে দরকার হয় ছয় সেলাইয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও তার খেলা অনিশ্চিত। তাসকিন এ নিয়ে বলেন, ‘শরিফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক। মাত্র একটা বল বাকি ছিল। তখন (বল) হাতে লেগে হাত ফেটে গেছে। ওর ব্যাপারটা এখন বলা কঠিন। মাত্র তিন দিন আগে হয়েছে, আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। আমরা এখনো কেউ কিছু বলতে পারছি না। হাতে যেহেতু সেলাই পড়েছে, ডাক্তাররাই বলতে পারবে।’ ‘আসলে প্রতিটি ম্যাচই সুযোগ। বিশেষ করে বিশ্বকাপে প্রতি ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। শরীফুল যদি না খেলতে পারে, তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি। তবে বাকিরা প্রস্তুত। আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে আছি। যদি আমিও না খেলতে পারি, বাকি যারা আছে তারাও প্রস্তুত। আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত