ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জুনিয়র বক্সিং আট বিভাগে

জুনিয়র বক্সিং আট বিভাগে

দেশব্যাপী বক্সার বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ঢাকায় শেখ রাসেল জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) বক্সিং টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বক্সিং ফেডারেশন। ১-১১ জুলাইয়ে আট বিভাগীয় শহরে বাছাই হবে এবং ২২-২৫ জুলাই ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। বিভাগভিত্তিক ১ জুলাই ঢাকায়, ৩ জুলাই ময়মনসিংহে, ৬ জুলাই রাজশাহীতে, পরদিন রংপুরে ৯ জুলাই, চট্টগ্রাম ও সিলেটে এবং ১১ জুলাই খুলনা ও বরিশাল বিভাগে দিনব্যাপী বক্সার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। তবে সার্ভিসেস দলগুলো সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্বের ১৪টি ওজন শ্রেণির প্রথম ও দ্বিতীয়জন চূড়ান্ত পর্বে খেলতে পারবে। আগ্রহীদের ১৩ জুনের মধ্যে স্ব-স্ব সংস্থার সভাপতি বা সাধারণ সম্পাদকের সিল ও সইসহ ফেডারেশনের ই-মেইলে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘চূড়ান্ত পর্বে যারা ভালো করবে, তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের বক্সার করে গড়ে তোলা হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত