ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীলঙ্কার সংসদে আইসিসির সমালোচনা

শ্রীলঙ্কার সংসদে আইসিসির সমালোচনা

এবারের বিশ্বকাপ সূচি পছন্দ হয়নি শ্রীলঙ্কার। লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহেশ তিকশানা বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। গ্রুপ পর্বের চার ম্যাচের সবক’টি শ্রীলঙ্কার খেলতে হবে ভিন্ন চারটি ভেন্যুতে। স্বাভাবিকভাবে যাতায়াতের ঝক্কির প্রসঙ্গ সামনে চলে আসে। শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস ছাড়া আর কোনো দলকেই গ্রুপ পর্বে এত দৌড়ঝাঁপ করতে হবে না। এ নিয়ে শ্রীলঙ্কার জাতীয় সংসদে আইসিসির সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। প্রেমাদাসা বলেছেন, ‘কেবল আমাদের দলের জন্য কেন এমন সৎ মায়ের মতো আচরণ? প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দিলে আমরা জয় আশা করতে পারি না। এটি তাদের ফলাফলকে প্রভাবিত করবে। ‘ আইসিসির এসব ‘অন্যায্য’ কার্যকলাপ দেখার জন্য শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রেমাদাসা। শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত