ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এমবাপ্পের মুখে সুখী মানুষের হাসি

এমবাপ্পের মুখে সুখী মানুষের হাসি

গত সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রিয়াল এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা দেয়। তারপর প্রথমবার সংবাদ সম্মেলনে মিডিয়ার মুখোমুখি হন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। গতকাল বুধবার তার দল লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোর ওয়ার্মআপ ম্যাচ খেলবে। সাংবাদিকের কাছ থেকে প্রথম প্রশ্ন আসার আগেই ফ্রান্সের অধিনায়ক নিজের বক্তব্য রাখেন। এমবাপ্পে বলেন, ‘এই সংবাদ সম্মেলন শুরুর আগে নিজের কিছু কথা বলতে চাই। এটা বিশাল আনন্দের। স্বপ্ন সত্যি হলো। আমি যে ক্লাব নিয়ে স্বপ্ন দেখতাম, সেখানে যাওয়া আমার জন্য গর্বের। অনেক আবেগ কাজ করছে। কিন্তু ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব আছে। জাতীয় দলের বাইরে আমি কোনো প্রশ্নের উত্তর দিবো না।’ নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আরো বলেছেন, ‘আমি খুশি, খুব খুশি, আপনারা আমার মুখে সেই হাসি দেখতে পাচ্ছেন। আর খুশিতে থাকা একজন খেলোয়াড় আরও ভালো পারফর্ম করতে পারে। আমি কম করে হলেও পাঁচ মৌসুম রিয়ালে থাকব।’ পিএসজিতে শেষ মৌসুমটা আরও ভালো হতে পারতো মনে করেন এমবাপ্পে, ‘পিএসজিতে আমি খুশি ছিলাম না বলাটা লজ্জার হবে কারণ আমি এখন আমার নতুন ক্লাবে। কিন্তু সেখানে কিছু মানুষ ও বিষয় ছিল, যা আমাকে অসুখী করেছিল। প্যারিস সেন্ট জামেই আমাকে খোলাখুলি বলেছিল আমি পুরো মৌসুম খেলতে পারব না। লুইস এনরিকে ও লুইস কাম্পোস আমাকে রক্ষা করেছিলেন।’ তিনি বলে গেলেন, ‘আমি সবসময় রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছি। (রিয়াল প্রেসিডেন্ট) ফ্লোরেন্তিনো পেরেজ সবসময় আমাকে বিশ্বাস করেছেন। আপনারা যদি টেকনিক্যাল পয়েন্টের দিক থেকে দেখেন, তাহলে এই মৌসুম ছিল আমার মান অনুযায়ী নিচের দিকে। কিন্তু এই মৌসুমটা আমার জন্য সেরা হতে পারত।’ শৈশবে যাকে আইডল মেনেছেন, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর শুভকামনা পেয়ে আপ্লুত এমবাপ্পে, ‘আমার কাছে ইউরো বিশ্বকাপের চেয়েও বেশি জটিল। আমার আইডল ক্রিস্টিয়ানো, রামোস, ক্যাসিয়াস, আমার ভবিষ্যতের সতীর্থদের কাছ থেকে বার্তা পেয়েছি। তারা আমার হৃদয় ছুঁয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত