ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রীতি ম্যাচ

ইতালির ড্র, জয়ে ফিরল পর্তুগাল

ইতালির ড্র, জয়ে ফিরল পর্তুগাল

আন্তর্জাতিক প্রীতি ফুটবলে রাতটা ভালো কাটেনি ইতালির। তুরস্কের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি। ইতালির মতো অপ্রত্যাশিত রাত কাটেনি পর্তুগালের। ফিনল্যান্ডের বিপক্ষে অনায়েস জয় তুলে নিয়েছে পর্তুগিজরা। টানা দুই জয়ের স্মৃতি নিয়ে গত মঙ্গলবার রাতে তুরস্কের বিপক্ষে মাঠে নেমেছিল ইতালি। যাদের বিপক্ষে আগের ১২বারের দেখায় কখনোই হারেনি ইতালিয়ানরা। ৯ জয়ের বিপরীতে বাকি তিন ম্যাচে ড্র করেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এতদিন তুরস্কের বিপক্ষে অজেয় যাত্রা অব্যাহত রাখলেও এদিন দাপুটে ফুটবল উপহার দিতে পারেনি ইতালি। বোলোনিয়ার রেনাটো স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে নিচের সারির দল তুরস্ক। ৪৬ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলমুখে ১০টি শট নেয় তুরস্ক। এর মধ্যে দুটি লক্ষ্যে ছিল। অন্যদিকে সফরকারীদের গোলমুখে ইতালির নেওয়া ১১ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল। সুযোগ মিসে ভিড়ে শেষ পর্যন্ত কোনো দলই জালের ঠিকানা পায়নি। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। এদিকে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে পর্তুগাল। শক্তির বিচারে ফিনল্যান্ডের চেয়ে বেশ এগিয়ে পর্তুগাল। মাঠের খেলাতেও সেটির ছাপ রেখেছে তারা। লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে স্বাগতিকরা। ফিনল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরা তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পায়নি পর্তুগাল। এছাড়া শুরুর একাদশে ছিলেন না বেশ কয়েকজন নিয়মিত মুখ। এরপরও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে জোর দেয় পর্তুগাল। নিজেদের মাঠে খেলার ১৭ মিনিটে রুবেন দিয়াসের গোলে লিড নেয় পর্তুগিজরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্পট কিক থেকে ব্যবধান বাড়ান দিয়োগো জোতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত