ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

ভালো খেলা উপহার দিতে চান শান্ত

ভালো খেলা উপহার দিতে চান শান্ত

আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে আগেভাগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবুও দুঃসময় পিছু ছাড়েনি টাইগারদের। সহআয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের লজ্জায় পড়তে হয়েছে তাদের। অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি হাথুরুসিংহের শিষ্যরা। রয়েছে চোট সমস্যাও। সব মিলয়ে বাজে সময়ই পার করছে দল। এমন অবস্থার মধ্যেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ মাঠে নামার অপেক্ষায় থাকলেও এরইমধ্যে শ্রীলঙ্কা বিশ্বকাপে একটি ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু তাদের পারফরম্যান্স ছিল ভীষণ নাজুক। গত সোমবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৭৭ রানে অলআউট হওয়ার পর ৬ উইকেটে হেরেছে তারা। বাজেভাবে হারা লঙ্কানরা টাইগারদের বিপক্ষে চাপে থাকবে কি না তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের ভাবনা কেবল নিজেদের নিয়ে। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা চাপে থাকবে কি না এমন প্রশ্নে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘আমি জানি না। কিন্তু আমরা এটা ভাবছি না যে, ওরা কী ভাবছে বা তাদের মনে কী চলছে। আমরা আমাদের নিয়ে চিন্তা করছি। আমাদের নিজেদের শক্তিমত্তা দিয়ে খেলতে হবে। হ্যাঁ, তারা ওই ম্যাচে ভালো করেনি। কিন্তু আমরা চিন্তা করছি না তারা কী ভাবছে।’ টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা বেহাল। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। এরপর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও পাত্তা মেলেনি। এই পরিস্থিতিতে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী জানতে চাইলে বাংলাদেশের অধিনায়ক দিয়েছেন কূটনৈতিক জবাব, ‘অবশ্যই ম্যাচ চ্যালেঞ্জিং হবে, দুটি দলের জন্য অবশ্যই। কিন্তু ওইদিন যে দল ভালো খেলবে, তারাই জিতবে। দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কিন্তু আমি একটু আগেও যেটা বললাম যে, খুব বেশি চিন্তা না করে যে পরিকল্পনাটা করেছি সেটা কীভাবে আমরা সম্পাদন করব এবং অনেক সামনের দিকে না তাকিয়ে ওই সময়ে থাকা, সেটা খুব গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালোমতো প্রস্তুতি নিচ্ছে। আমি আশা করি, সবাই খুব ভালোভাবে পরিকল্পনা সফল করবে।’

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান প্রস্তুতির ঘাটতির কথা বললেও ঘাটতি দেখছেন না নাজমুল হোসেন শান্ত, ‘না, প্রস্তুতি দিক দিয়ে যদি বলতে চান, সবাই ভালোমতো প্রস্তুত। যতটুকু সুবিধা ছিল, ওটা আমরা পুরোটাই নেয়ার চেষ্টা করেছি, ভালো-খারাপ থাকবে। কিন্তু এর ভেতর থেকে যতটুকু ভালো জিনিস নেয়া যায়, অনুশীলন থেকে ওই জিনিসটা আমরা নেয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, খুব ভালোভাবে খেলোয়াড়রা প্রস্তুত আছে।’

শান্তদের ঘিরে দেশের মানুষের আশার জায়গায় অবশ্য বড় চোট লেগেছে দলের সাম্প্রতিক পারফরম্যান্সে। তুমুল ক্রিকেট উন্মাদনার দেশেও এবার দলের প্রতি আশা অনেকেরই খুব কম। গত ১০ বছরে কোনো বিশ্বকাপে সম্ভবত দলকে ঘিরে আশার পারদ এতটা নিচে ছিল না।

তবে দল যখন মাঠে নামবে, গ্যালারিতে ঠিকই বাংলাদেশের সমর্থকদের জোয়ার থাকবে হয়তো। দেশে টিভি পর্দায় চোখ থাকবে কোটি কোটি মানুষের। শান্তও তা জানেন। সেই মানুষগুলির মন রাঙানোর প্রত্যয়ও শোনালেন বাংলাদেশ অধিনায়ক। ‘দর্শকদের প্রত্যাশা তো সবসময় থাকেই। সবার আশা থাকে। সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সেই জায়গা থাকবেই। আমরাও চাই ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের যেন ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি। তবে গুরুত্বপূর্ণ হলো, আমরা কীভাবে ম্যাচটিতে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করছি এবং আমাদের যে শক্তির জায়গা আছে, সেভাবে ম্যাচটি খেলছি কি না। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে অবশ্যই ভালো একটি ম্যাচ আমরা খেলতে পারব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত