ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২৫ নারী খেলোয়াড় যাচ্ছেন সিঙ্গাপুরে

২৫ নারী খেলোয়াড় যাচ্ছেন সিঙ্গাপুরে

এএইচএফ কাপ জুনিয়র নারী হকি টুর্নামেন্টে খেলতে ২৮ সদস্যের বাংলাদেশ দল যাচ্ছে সিঙ্গাপুরে। যার মধ্যে ২৫ জন খেলোয়াড় ও বাকি তিনজন কোচ ও কর্মকর্তা। ১৪-২৩ জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভিসা পাওয়া সাপেক্ষে ১২ জুন রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে মেয়েদের। টুর্নামেন্টে একটিই পুল রয়েছে। যেখানে সাতটি দেশ সিঙ্গেল লিগ ভিত্তিতে একে অন্যের বিপক্ষে খেলবে। দেশগুলো হলো- চাইনিজ তাইপে, হংকং চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক সিঙ্গাপুর। এই টুর্নামেন্টটি জুনিয়র এশিয়া কাপের বাছাই পর্ব। ১৫ জুন থাইল্যান্ড, পরদিন হংকং, ১৮ জুন শ্রীলঙ্কা, পরদিন চাইনিজ তাইপে, ২২ জুন ইন্দোনেশিয়া, পরদিন স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে লাল সবুজের মেয়েরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত