ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানি পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

পাকিস্তানি পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটা কঠিন করেছে পাকিস্তান। সুপার ওভার থ্রিলারে হারের পর এমনিতেই হতাশার সাগরে ভাসছে বাবর আজমরা। তারমধ্যেই পাক পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে রউফ বল বিকৃতি করেছেন বলে দাবি করেছেন সাবেক এক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার পেসার জুয়ান রাস্টি থেরন খেলেছেন আমেরিকার হয়েও। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন থেরন। পরে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়েও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের প্রতিনিধিত্ব করা থেরন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশিতভাবে খুশি হলেও পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ (সাবেক টুইটার) নিজের হ্যান্ডলে রাস্টি থেরন লিখেছেন, ‘আইসিসি, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে! হ্যারিস রউফকে আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়াতে সবাই দেখেছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত