ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানের পারফরম্যান্স ‘প্যাথেটিক’

ওয়াসিম আকরামের মন্তব্য
পাকিস্তানের পারফরম্যান্স ‘প্যাথেটিক’

বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তান আনপ্রেডিক্টেবল, এমন কথা প্রচলিত আছে ক্রিকেট বিশ্বে। অবশ্য কথাটি যে খুব ভুল তাও নয়। অন্যতম শক্তিশালী এক বোলিং লাইন-আপ নিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নেমেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে বাবর আজমের নেতৃত্বাধীন দল আসরের প্রথম ম্যাচেই হেরে গেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে। রোমাঞ্চকর সুপার ওভারে হারের পর থেকে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বাবর আজমণ্ডমোহাম্মদ আমিররা। এবার পাকিস্তান দলকে এক হাত নিলেন কিং অব সুইং খ্যাত ওয়াসিম আকরাম। তিনি পাকিস্তানের পারফরম্যান্সকে ‘প্যাথেটিক’ উল্লেখ করেছেন। ‘প্যাথেটিক (করুণ) পারফরম্যান্স। জয় ও পরাজয় খেলারই অংশ। কিন্তু আপনাকে লড়াই করতে হবে শেষ বল পর্যন্ত। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য খারাপ দৃষ্টান্ত।’ পাকিস্তানের ফিল্ডিংয়ের সমালোচনা করে তিনি প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের। আকরামের মতে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল দ্রুত পাকিস্তানের উইকেট তুলে নেয়া। ‘ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল যুক্তরাষ্ট্র দ্রুত উইকেট তুলে নিয়েছিল। যদিও পাকিস্তানের বাবার ও শাদাব কিছুটা জুটি গড়েছিল। এরপর বাকিদের মধ্যে কেউ আর ওভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত