ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লজ্জার বিশ্ব রেকর্ডে সৌম্য

লজ্জার বিশ্ব রেকর্ডে সৌম্য

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এ প্রথম ম্যাচ খেলতে নেমে আজ জয় পেয়েছে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ ছিল আজ শ্রীলঙ্কা। এর আগেও সংক্ষিপ্ত ফরম্যাটের এ টুর্নামেন্টে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই পরাজিত হয়েছিল টাইগাররা। তবে এবার ঠিকই জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। তবে এমন জয়ের দিনেও শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার। এতে করে লজ্জার রেকর্ডও গড়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আজ টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত। এরপর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তাসকিন-মোস্তাফিজ-রিশাদরা। টাইগার বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা ২০ ওভারে সংগ্রহ করে ১২৪ রান। এদিকে ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রোলার কোস্টার রাইড করতে হয়েছে টাইগারদের। ব্যাটিং ইনিংসের তৃতীয় বলেই শূন্য রান করে সাজঘিরে ফিরেন সৌম্য। এরপর দ্রুত আরো দুই উইকেট হারায় বাংলাদেশ। পরে টাইগারদের ম্যাচে ফেরান লিটন-হৃদয় জুটি। দুজন মিলে ৬৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান। তবে এ দুজন ফেরার পরই আবার চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ উইকেট হারালেও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেই ৬ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। এদিকে আজ লঙ্কানদের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে বিশ্বরেকর্ড গড়েছেন সৌম্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। অবশ্য এ রেকর্ডে তার সঙ্গে আছে আরো একজন। আয়ারাওল্যান্ডের পল স্টার্লিংও সৌম্যর মতোই এ ফরম্যাটে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন। অবশ্য স্টার্লিং ১৪৩ ইনিংস খেলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন, যেখানে সৌম্য খেলেছেন ৮৩ ইনিংস। অবশ্য এ তালিকায় দুই নম্বরেই আছে আরো একটি বড় নাম। ১২ বার শূন্য রানে আউট হয়ে এ তালিকায় দুইয়ে আছেন রোহিত শর্মা। তার সঙ্গে আরো আছেন কেভিন ইরাকোজে ও কেভিন ও’ব্রায়েন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত