দোহায় জামাল ভূঁইয়াদের উষ্ণ অভ্যর্থনা

প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে এখন কাতারে বাংলাদেশ ফুটবল দল। গত শুক্রবার গভীর রাতে দোহায় পৌঁছলে দোহা বিমানবন্দরে বাংলাদেশের ফুটবল দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। তারা ফুল, জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে টিম হোটেলে যান লাল সবুজ দলের ফুটবলাররা। বিশ্রাম নিয়ে গতকাল শনিবার হোটেলে জিম করেন। এরপর বাংলাদেশ সময় রাত ৯টায় ভ্রমণ ক্লান্তি কাটাতে রিকভারি সেশন হয়। দলের সহকারী কোচ হাসান আল মামুন বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় জানিয়েছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে দল। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হারা ম্যাচে রক্ষণের দৃঢ়তা লেবানন ম্যাচ নিয়ে আশাবাদী করে তুলছে আরও। ‘সকালে জিম সেশন চলছে। দিনের বেলা (কাতারে) তাপমাত্রা ৪৫-৪৮ ডিগ্রি থাকে। আমরা যখন ট্রেনিং করব (মাঠের অনুশীলন) তখন থাকবে ৩৬ ডিগ্রি। আমাদের এ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা আশা করছি, দ্রুতই সেটা করতে পারব।’ হাসান আল মামুন বলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে এ পর্বের শেষ ম্যাচ এটা। আমরা ঢাকায় অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে নিজেদের উজাড় করে দিয়ে খেলেছি। রক্ষণে আমরা বেশ উন্নতি করেছি। দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ এটা। প্রতিপক্ষ দল চাইবে ম্যাচ জিততে, আমরাও জিততে চাইব। আমাদের প্রথম লক্ষ্য জয়। সেটা না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চাই।’ ডিফেন্ডার রহমত মিয়ার কথায় অবশ্য লক্ষ্য নিয়ে নেই জোরাল বার্তা। আপাতত তিনি গুরুত্ব দিচ্ছেন প্রতিকূল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার দিকে। ‘ভ্রমণ ভালো ছিল। সবাই সুস্থভাবে কাতারে এসে পৌঁছাতে পেরেছি। আজকে মুলত সকালে রিকভারি সেশন ছিল। জিমে হালকা কাজ করেছি, যাতে বিকেলে অনুশীলনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। এখানে গরম আছে। আমি চেষ্টা করছি এখানকার আবহওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আশা করছি, ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিতে পারব আমরা।’

আজ থেকে পুর্নাঙ্গ অনুশীলনে নামার কথা রয়েছে জামালদের। আগামী ১১ জুন বাংলাদেশের বিপক্ষে লেবাননের হোম ম্যাচ হলেও খেলা হবে কাতারের দোহায়। ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের কারণেই দোহাকে নিজেদের হোম ভেন্যু হিসাবে বেছে নিয়েছে লেবানন। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় লেবাননকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেবারই বৈরুতে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-০ ব্যবধানে। গত বছর জুনে বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছিল ক্যাবরেরার শিষ্যরা। এদিকে গত বৃহস্পতিবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যাচটি খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। লেবাবনের বিপক্ষে বাংলাদেশ হোম ম্যাচ ড্র করেছিল ১-১ গোলে। নিরপেক্ষ ভেন্যুতে হতে যাচ্ছে ফিরতি ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায়। তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটায় কিছু অর্জন হবে স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরার দলের।