ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ম্যাচ হেরে যে অজুহাত শ্রীলঙ্কার

ম্যাচ হেরে যে অজুহাত শ্রীলঙ্কার

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই অন্যরকম আবহ। যেখানে দুই দলের সমর্থকদের মধ্যে বিরাজ করে উত্তেজনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছেন টাইগাররা।

প্রথমে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে ২ উইকেটের কষ্টার্জিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। রিশাদ হোসেনের তোপের পর তাওহিদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ইনিংসের উপর ভর করে শেষের শঙ্কা উড়িয়ে জয় পেয়েছেন টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ছয় উইকেটে হারের পর গতকাল শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশের কাছেও হারল শ্রীলঙ্কা। ম্যাচ হারের পর যুক্তরাষ্ট্রের কন্ডিশনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পাওয়ার অজুহাত তুলেছেন শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাহিন্দা হ্যালানগোদা।

হ্যালানগোদার দাবি, শ্রীলঙ্কার ক্রিকেটররা অনেক আগেই যুক্তরাষ্ট্রে এসেছেন। তারা নর্থ ক্যারেলিনার মরিসভিলেতে অবস্থান করছিলেন। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি। যে কারণে পিচের ধরন বুঝতে ব্যর্থ হয়েছে তারা। এর ফলেই বাংলাদেশের কাছে হারতে হয়েছে লঙ্কানদের। হ্যালানগোদা বলেন, ‘কন্ডিশন এবং পিচ ছিল সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি এসেছি। নর্থ ক্যারোলিনায় মরিসভিলে নামক একটি জায়গায় ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে পুরো সময়টা অনুশীলন করতে পারিনি। সেখানকার উইকেট মানসম্মত ছিল না। আমরা একে কিছুটা কঠিন বলে মনে করেছি।’

তিনি আরো বলেন, ‘আমি বলব না যে আমরা হেরেছি। কিন্তু আপনি যখন যুক্তরাষ্ট্রের অন্য ম্যাচগুলোর রেকর্ড দেখবেন, সেখানে কম রানের স্কোর দেখা যাবে। সর্বাবস্থায় পরিস্থিতির সঙ্গে অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে এবং আপনি একটি মোটামোটি মানের স্কোর পেতে হবে যেন বোলাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন এবং দলকে জেতানোর চেষ্টা করতে পারেন।’

বৃষ্টির কারণে যেহেতু অনুশীলন করতে পারছিলেন না, সেজন্য নতুন মাঠ চেয়েছিলেন লঙ্কানরা। কিন্তু সেটিও তারা পাননি বলে দাবি করেন হ্যালানগোদা। হ্যালানগোদা বলেন, ‘আমরা আসলে এটা (নতুন মাঠে যাওয়া) করার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব পাইনি। আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারাই আমাদের নর্থ ক্যারোলিনায় জায়গা খুঁজে পেতে সাহায্য করেছিল। অন্য সব জায়গা সম্পূর্ণ দখল করা ছিল। এমনকি আমরা যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে একটি সিরিজ খেলার চেষ্টা করেছি। আপনি জানেন, বাংলাদেশ ইতিমধ্যেই তাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিল। সেই কারণে আমাদের নর্থ ক্যারোলিনা যেতে হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত