ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপের মধ্যেই ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম

বিশ্বকাপের মধ্যেই ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম

নিউইয়র্কের ইস্ট মিডো অঞ্চলে আইজেনহাওয়ার পার্কের একটি অংশে বানানো হয়েছিল ক্রিকেট স্টেডিয়াম। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মাত্র ৫ মাসের মধ্যে স্টেডিয়াম তৈরি করে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার ক্রিকেট বিশ্বের প্রথম ‘মডুলার’ স্টেডিয়াম এটি। কিন্তু বিশ্বকাপের গ্রুপপর্বে ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচই হতে যাচ্ছে এই স্টেডিয়ামের শেষ ম্যাচ। মাত্র ৮ ম্যাচেই অবলুপ্তির পথে নাসাউ কাউন্টি স্টেডিয়াম। আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপের পরই ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে ওই স্টেডিয়াম। এবার সেই শেষের শুরু হতে চলেছে নাসাউতে। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রায় ১০৬ দিন ধরে তৈরি হয়েছিল নিউইয়র্কের এই স্টেডিয়াম। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ৮টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এবার এই অস্থায়ী ভেনু ভাঙতে সেখানে পৌঁছে গিয়েছে বুলডোজার। সংবাদসংস্থা এএনআই এক ভিডিও শেয়ার করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে জানানো হয়েছে, আজ থেকে এই স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়ে যাবে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি পপ আপ স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ছিস ৩৪ হাজার। আগামী ৬ সপ্তাহের মধ্যে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যাবতীয় অস্থায়ী নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। আর অস্তিত্ব না থাকলেও বরাবর আলোচনায় থেকে যাবে নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বিশেষ করে এখানকার পিচ। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এই মাঠে ভারত ১১৯ রানের ছোট লক্ষ্য রক্ষা করেছিল পাকিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশ ১১৩ রান তাড়া করতে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে একই পিচে পাকিস্তান আবার সহজেই ১০৭ রান তাড়া করে এবং ভারত ১১১ রান তাড়া করতে হিমশিম খাচ্ছিল যতক্ষণ না সূর্যকুমার যাদব এবং শিভম দুবে জয় নিশ্চিত করেন। আটটি খেলার মধ্যে প্রথমে ব্যাট করা দল তিনটিতে জিতেছে, আর তাড়া করা দল পাঁচবার জিতেছে। প্রথম ইনিংসের গড়স্কোর ছিল ১০৮। যেখানে ভারত ১১১ রান তাড়া করে সবচেয়ে সফলভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায়। এছাড়া কানাডা সর্বোচ্চ প্রথম ইনিংসের ১৩৭ রান করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত