ঢাকায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কুস্তি

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রায় চার যুগ পর ঢাকায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা। ২৯ থেকে ৩১ জুলাই শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের কুস্তিগীরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ত্রিদেশিয় এই টুর্নামেন্ট। ১০টি ইভেন্টে তিন দেশের ৪২ জন পুরুষ ও নারী ক্রীড়াবিদ অংশ নেবেন। প্রত্যেক দেশের সাতজন করে ছেলে ও মেয়ে কুস্তিগীর নিজেদের শ্রেষ্ঠত্বের জন্য লড়বেন। কোচ আশরাফ আলীর অধীনে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ২৫ জুন। ৩০ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে প্রাথমিকভাবে। এখান থেকে তৈরি করা হবে ১৪ জনের চূড়ান্ত দল। কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান বলেন, ‘এসএ গেমেসর প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করছি আমরা।’ সবশেষ ১৯৮০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক কুস্তি। সেখানে পাকিস্তানের নাসির ভুলু, দবির রফিক, ইংল্যান্ডের টার্নার, চীনের মাইটি চ্যাং খেলেছেন। এছাড়া স্কটল্যান্ড ও হাঙ্গেরির কুস্তিগীররাও অংশ নিয়েছিলেন। তবে সেটা ছিল ফ্রি-স্টাইল কুস্তি। এখন খেলা হবে অ্যামেচার কুশিস্ত। ওই সময়ের টুর্নামেন্ট ঘিরে ব্যাপক সাড়া পড়েছিল। জানা গেছে, নেপাল ও শ্রীলঙ্কার কুস্তিগীরদের ঢাকায় আসা ও যাওয়ার খরচ নিজেরা বহন করবে। দলগুলোর থাকা ও খাওয়াসহ স্থানীয় অন্যান্য সুযোগ-সুবিধা দেবে বাংলাদেশ। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে হ্যান্ডবল স্টেডিয়াম ও রোলার স্কেটিং কমপ্লেক্সকে রাখা হয়েছে।