ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উশুতে বিদেশি কোচ আসছেন

উশুতে বিদেশি কোচ আসছেন

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সানদা বিশ্বকাপের আগে বিদেশি কোচ পাচ্ছেন উশুকারা। ২৭ জুন চীন থেকে আসছেন দুইজন বিদেশি কোচ। তারা হলেন- ঝ্যাং চুনশেং ও ইয়াং সু। এর মধ্যে ঝ্যাং চুনশেং সানদা ও ইয়াং সু তাউলুর কোচ। আড়াই থেকে তিন মাস বাংলাদেশে থাকবেন তারা।

এর মধ্যে নভেম্বরে সানদা বিশ্বকাপে কোয়ালিফাই করা চারজন ছেলে ও মেয়েকে উচ্চতর প্রশিক্ষণ দেবেন ঝ্যাং চনুশেং। তবে দেশে থাকা তাউলু উশুকাদের প্রশিক্ষণ দেবেন ইয়াং সু। যারা একই সঙ্গে এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপে ক্রীড়াশৈলী প্রদর্শন করবেন। ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে দুইজন কোচ পাচ্ছে বলে খুব একটা খরচা হচ্ছে না বাংলাদেশের। ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘বাংলাদেশের চীনা দূতাবাসের সহায়তা আমরা চীনের দুইজন কোচ পাচ্ছি। আশাকরি ভালো প্রশিক্ষণ নিয়ে ছেলেমেয়েরা বিশ্বকাপে ভালো করবে।’ গত এপ্রিলে চীনের জিয়াংসুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে বংলাদেশ দু’টি রুপাসহ ছয়টি পদক জিতেছেন। এই পদক জয়ের ফলে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১১-২২ নভেম্বর অনুষ্ঠেয় সানদা বিশ্বকাপে খেলার সুযোগ পান লাল-সবুজের উশুকারা। ৩৬টি দেশের মধ্যে দলগতভাবে ১৫তম স্থান অর্জন করে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত