ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মালয়েশিয়ায় রিতুর রৌপ্য জয়

মালয়েশিয়ায় রিতুর রৌপ্য জয়

মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক ‘ছায়া মাটা মালয়েশিয়ান ওপেন’ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক পেয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইজাম্প ইভেন্টে রৌপ্যপদক জেতেন রিতু আক্তার। নারীদের হাইজাম্প ইভেন্টে ১০ দেশের ১৫ জন অ্যাথলেট অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের রিতু দ্বিতীয় হয়েছেন। তিনি ১.৭৫ মিটার লাফিয়ে এ পদক অর্জন করেছেন। এই ইভেন্টে তিনি জাতীয় রেকর্ডধারী। চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের স্প্রিন্টার জহির রায়হানও পদকের আশা জাগিয়েছেন।

২০০ মিটার ইভেন্টের ৩য় হিটে তিনি ২২.২৬ সে. সময় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বাংলাদেশের ছয়জন অ্যাথলেট। ২০০ ও ৪০০ মিটার একই সময় হওয়ায় জহির ৪০০ মিটার থেকে নাম প্রত্যাহার করছেন। এশিয়ান ইনডোর গেমসে পদকজয়ী হাইজাম্পার মাহফুজুর রহমানও এই টুর্নামেন্টে খেলছেন। আজ তার ইভেন্ট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত