ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাবরদের ‘ছাগল’ বললেন হাফিজ

বাবরদের ‘ছাগল’ বললেন হাফিজ

যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে প- হওয়ায় কপাল পুড়েছে পাকিস্তানের। সেইসঙ্গে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই সুপার এইটে নাম লিখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফলে সুপার এইটে যেতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটে এমন ভয়াবহ বিপর্যয় এর আগে দেখা গিয়েছিল ২০০৭ সালে। সেবার আয়ারল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল দলটি। কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যু হয়েছিল। এখনো পর্যন্ত কোচ গ্যারি কারস্টেন সুস্থ আছেন, তবে পাকিস্তান ক্রিকেট দলের বাকিদের অবস্থা খুব একটা ভালো না। এখনো বিশ্বকাপের এক ম্যাচ খেলা বাকি। তবে অর্থহীন সে ম্যাচের অপেক্ষায় বসে নেই কেউ। সাধারণ ভক্ত থেকে বিশ্লেষক সবাই সমালোচনায় মেতেছেন বাবর আজমণ্ডরিজওয়ানদের। বর্তমান ক্রিকেটারদের রীতিমতো ‘ছাগল’ বলেছেন মোহাম্মদ হাফিজ। হাফিজ এমনিতেই বাবরদের ওপর বিরক্ত। গত ওয়ানডে বিশ্বকাপের চরম ব্যর্থতার পর বাবরের অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল। ক্রিকেট বোর্ডেও এসেছিল বড় রদবদল। সে পরিবর্তনের হাওয়ায় হাফিজও যোগ দিয়েছিলেন। তবে পরিচালক ও কোচ পদে বেশিদিন টিকতে পারেননি হাফিজ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ব্যর্থতা, দলের খেলোয়াড়দের তার অতিরিক্ত দাপটের বিরক্তি মিলিয়ে সরে দাঁড়াতে হয় হাফিজকে। আবার বাবর আজমের যুগে ফেরে পাকিস্তান। কিন্তু বাবরের অধীনে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। ইংল্যান্ড সফরের শুরুতেই আয়ারল্যান্ডের কাছে হেরেছে দলটি। ইংল্যান্ডের কাছে হেরেছে সিরিজ। বিশ্বকাপ শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে। সে হারটা সমর্থকদের ভুলিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন রিজওয়ানরা। কিন্তু ভারতের বিপক্ষে ভালো অবস্থানে থেকেও ম্যাচ হেরেছে দলটি। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভাসিয়ে দেয়ায় এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। এমন সময়ে বাবরদের খোঁচা দেয়ার মোক্ষম সুযোগ পেয়ে হাতছাড়া করেননি হাজির। এক্স-এ (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্ট থেকে হাফিজ লিখেছেন, ‘কোরবানির পশু হাজির হয়ে যাও’ পাশে ছয়টি ছাগলের ইমোটিকন ব্যবহার করেছেন।

তবে ঈদ মৌসুমের স্বাভাবিক এই পোস্ট দিয়ে তিনি আসলে কী বোঝাতে চাচ্ছে তা স্পষ্ট হয়েছে হ্যাশট্যাগে। লিখে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট। অর্থাৎ, বিশ্বকাপ থেকে বাদ যেহেতু পড়েছেন, বাবরদের পাকিস্তানে হাজির হওয়াই ভালো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত