ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশকে সেমিতে দেখতে চান হাফিজ

বাংলাদেশকে সেমিতে দেখতে চান হাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এই বাংলাদেশকে নিয়ে খোদ সমর্থকরা বাজি ধরতে চাননি। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হারের পর আর আশা ভরসা থাকে কী করে! তবে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মূল টুর্নামেন্ট শুরুর পরই। চার ম্যাচের তিনটিতেই জয় নিয়ে তারা নাম লিখিয়েছে সুপার এইটে। গ্রুপ পর্বে যে ম্যাচটি হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে, সেটিও ছিল মাত্র ৪ রানের হার।

এবারের টুর্নামেন্টে লড়াকু বাংলাদেশকে দেখে প্রশংসায় মেতেছেন ক্রিকেটবোদ্ধারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ তো এবার টাইগারদের সেমিফাইনালে দেখার আশাবাদই ব্যক্ত করছেন। পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে হাফিজ বাংলাদেশকে নিয়ে বলেন, ‘আমরা সবাই জানতাম, তারা এটা পারবে (সুপার এইটে উঠতে)। যদি আপনি তাদের জার্নিটা (বিশ্বকাপে) দেখেন, সবসময়ই তারা আন্ডারপারফর্মিং ছিল। তবে এবার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং যে ক্যারেক্টার দেখিয়েছে, একদম ঠিকঠাক।’ হাফিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের লড়াকু হারেরও প্রশংসা করেছেন। জানালেন, এই বাংলাদেশকে সেমিফাইনালে দেখলে ব্যক্তিগতভাবে খুশি হবেন তিনি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেন, ‘আমি আশা করি বাংলাদেশ ভালো করবে। পাকিস্তান-শ্রীলঙ্কার মতো এশিয়ান পরাশক্তি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে চাইব, তারা (বাংলাদেশ) ভালো করুক এবং সেমিফাইনালে যাক।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত