ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কারণ জানেন না শান্ত

টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কারণ জানেন না শান্ত

বিশ্বকাপের সুপার এইট পর্বের নিজেদের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটাররা। লিটন দাস-নাজমুল শান্তর জুটি এবং তাওহিদ হৃদয়ের ৪০ রানের ইনিংস ব্যতিত বলার মতো তেমন আর কিছুই নেই। ফলে ২০ ওভারে লাল-সবুজের দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪০ রান। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে রান কম হওয়ার কারণ ছিল ড্রপ ইন উইকেটে খেলা। কিন্তু সুপার এইটের সবগুলো ম্যাচেই এখনো পর্যন্ত বড় সংগ্রহই দেখা গেছে। এমনকি গতকাল বাংলাদেশের দেয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিরাও ১১.২ ওভারে ১০০ রান করেছে। তাহলে কেন পারছেন না টাইগার ব্যাটাররা। এর উত্তর জানা নেই অধিনায়ক শান্তরও। গতকাল অজিদের বিপক্ষে ২৮ রানের হারের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘কেন পারছি না, সেটা বলা মুশকিল। আমার কাছে মনে হয়, দলের সবার সেই (বড় ইনিংস খেলার) সামর্থ্য আছে। অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেও দেখিয়েছে। কিন্তু (বিশ্বকাপে) কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সবাইকে তার স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতাও দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই হচ্ছে না।’ সুপার এইটে বাংলাদেশের বাকি দুইটি ম্যাচ ভারত ও আফগানিস্তানের বিপক্ষে। শক্তিশালি ভারতের বিপক্ষে আগামীকাল রাতে মাঠে নামবে টাইগাররা। এরপর চ্যালেঞ্জ জানাবে আফগানরাও। এই দুই ম্যাচেও এভাবে ব্যাটিং করলে জয় পাওয়া কঠিন হবে বলেই জানিয়েছেন টাইগারদের অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘দুটি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। দুটি ম্যাচই জিতলে পারলে আমরা আরও ভালো অবস্থানে যাব। অবশ্যই প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলব। দলের কাছে আমার চাওয়া, সবাই যেন স্বাধীনভাবে খেলে। কিন্তু এখন যেভাবে ব্যাট করছি, তা আবার করলে জয় পাওয়া খুব কঠিন।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ হিসেবে কন্ডিশনের দোহাই দিতে চাননি শান্ত। বরং তিনি জানিয়েছেন, পরিকল্পনামাফিক খেলতে পারেননি বলেই জানিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘আমাদের সব ধরনের উইকেটেই মানিয়ে নিতে হবে। উইকেট বেশ ভালো ছিল। কিন্তু আমরা পরিকল্পনামাফিক খেলতে পারিনি। বিশেষ করে নতুন বলে পাওয়ারপ্লেতে ভালো করতে পারিনি। শেষ ৫-৬ ওভারে ফিনিশিংও ভালো হয়নি। এ সময় আমরা অনেক উইকেট হারিয়েছি। শেষটা ভালো করতে পারলে ১৬০ থেকে ১৭০ রান হতে পারত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত