ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের মতো সুপার এইটেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের মিশন শুরু করল তারা। ব্যাটে-বলে এদিন রোহিত শর্মার দলের কাছে পাত্তাই পায়নি রশিদরা। কেনসিংটন ওভালে গত বৃহস্পতিবার গ্রুপ ওয়ানের ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। ১৮২ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সব কটি উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় রশিদরা। বড় লক্ষ্য তাড়া করার ম্যাচে আফগানদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। প্রথম ওভারেই তারা তুলে নেন ১৩ রান। তবে এর পরের ওভারেই ঘটে ছন্দপতন। পরের ওভারেই দলীয় ১৩ রানে জাসপ্রীত বুমরাহর বলে রিশভ পান্তের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজের বিদায়ের পর দ্রত সাজঘরে ফিরে যান ইব্রাহিম জাদরান ও হজরতউল্লাহ জাজাই। ইব্রাহিম জাদরান ১১ বলে ৮ ও হজরতউল্লাহ জাজাই ৪ বলে ২ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। এই দুই ব্যাটারের বিদায়ে ২৩ রানেই তিন উইকেট হারিয়ে বসে আফগানরা। ২৩ রানেই ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন গুলবাদিন নাইব ও আজমাতুল্লাহ ওমরজাই। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রশিদ খানের দল। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান কুলদীপ যাদব। কুলদীপ যাদবের বলে রিশভ পান্তের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান ২১ বলে ১৭ রান করা গুলবাদিন নাইব। তার বিদায়ে ভাঙে ৪৪ রানের জুটি। গুলবাদিন নাইবের বিদায়ের পর সাজঘরে ফিরে যান আজমাতুল্লাহ ওমরজাইও। ২০ বলে ২৬ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ৭১ রানেই ৫ উইকেট হারিযে বিপদে পড়ে আফগানরা। এরপরেই জুটিন গড়ে বিপদে পড়া আফগান দলের হাল ধরেন মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান। এই জুটির কল্যাণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগানরা। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ১০২ রানে নাজিবুল্লাহ জাদরানের বিদায়ে ৩১ রানে ভেঙে যায় এই জুটি। নাজিবুল্লাহ জাদরানের পথ ধরে একে একে সাজঘরে ফিরে যান মোহাম্মদ নবি, রশিদ খান ও নবীন-উল-হক। এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ১২১ রানেই ৯ উইকেট হারায় আফগানিস্তান। ১২১ রানে ৯ উইকেট হারানোর পর দশম উইকেটে জুটি গড়েন ফজল হক ফারুকী ও নূর আহমদ। দশম উইকেটে এই জুটির ১৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় আফগানরা। যার ফলে ভারত তুলে নেয় ৪৭ রানের জয়। এর আগে ব্রিস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত